মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি || যুক্তরাজ্য ও ফ্রান্সে অবৈধ অভিবাসীদের ঠেকাতে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে দেশ দুটি। নতুন চুক্তির আওতায় চ্যানেল দিয়ে অবৈধ অভিবাসন বন্ধের লক্ষ্যে ফ্রান্সের সৈকত বরাবর টহল জোরদার ও প্রযুক্তি মোতায়েন করবে প্যারিস ও লন্ডন। সম্প্রতি বিপজ্জনক এবং ব্যস্ত শিপিং লেন দিয়ে অভিবাসীদের যুক্তরাজ্যে পৌঁছানোর প্রচেষ্টা বেড়ে যাওয়ায় এই চুক্তি করা হয়েছে। এ বিষয়ে ২৮ নভেম্বর শনিবার ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল জানান, এই চুক্তির অধীনে আগামী ১ ডিসেম্বর থেকে ফরাসি টহল দ্বিগুণ করা হবে এবং অবৈধভাবে চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টাকারীদের শনাক্ত করতে ড্রোন এবং রাডার ব্যবহৃত হবে। একই সঙ্গে চুক্তিটিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এটি দুই দেশের জন্যই চ্যানেল পাড়ি দেওয়ার প্রচেষ্টাকে পুরোপুরি অকার্যকর করে তোলার যৌথ লক্ষ্যকে সহায়তা করবে। অবৈধ উপায়ে চ্যানেল পাড়ি দেওয়ার প্রবণতা বন্ধ করতে ফ্রান্স যথেষ্ট পদক্ষেপ নেয়নি বলে যুক্তরাজ্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি উত্তেজনার কারণ হয়ে দাঁড়ায়। এদিকে সেপ্টেম্বরে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছিল, ব্রিটেনে পৌঁছানোর প্রচেষ্টা নেওয়া ১৩ শতাধিক লোককে তারা বাধা প্রদান করেছে, যাদের কয়েকজন চ্যানেলের বিপজ্জনক ৩০ কিলোমিটার পথ সাঁতরে পার হওয়ারও চেষ্টা করে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন