বৃটেন ও আয়ারল্যান্ডে নব-নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, মান্যবর আবিদা ইসলামকে ফুলের তোড়া নিয়ে স্বাগত জানান বাংলাদেশ সেন্টারের নৃতৃবৃন্দ

বৃটেন ও আয়ারল্যান্ডে নব-নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, মান্যবর আবিদা ইসলামকে ফুলের তোড়া নিয়ে স্বাগত জানান বাংলাদেশ সেন্টারের নৃতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বাংলাদেশ সেন্টারের বিভিন্ন বিষয় নিয়ে মান্যবর রাষ্ট্রদূতের আলোচনা ও মত-বিনিময় করেন।
উল্লেখ্য, মান্যবর রাষ্ট্রদূত পদাধিকার বলে বাংলাদেশ সেন্টারের সভাপতি। এই সেন্টারেই ১৯৭১ সালের ২৭শে আগষ্ট বাংলাদেশের প্রথম দূতাবাস চালু করা হয়েছিল। যা বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম দূতাবাস হিসেবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্বপক্ষে বিশ্ব-জনমত গঠনে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছি ল। এই ভবন থেকেই সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী অস্থায়ী সরকারের রাষ্ট্রদূত হিসেবে স্বাধীনতা যুদ্ধের স্বপক্ষে সমর্থন আদায়ে বিলেত সহ অধিকাংশ পশ্চিমা দেশগুলোর সহানুভূতি লাভে সক্ষম হয়েছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ সেন্টারের নৃতৃবৃন্দের পক্ষে উপস্থিত ছিলেন সর্ব জনাব মোহাম্মদ মহিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি,  অধ্যাপক শহীদুর রহমান, সাধারণ সম্পাদক, মোহাম্মদ ফাইজুল হক, চীপ-ট্রেজারার, মোহাম্মদ ইসবা উদ্দিন, সহ-সভাপতি, আবুল কালাম আজাদ ছোটন, সহ-সভাপতি, মোহাম্মদ শামীম আহমেদ, যুগ্ম-সম্পাদক ও সৈয়দ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, চীপ-এক্সিকিউটিজ। আরো উপস্থিত ছিলেন মান্যবর উপ-রাষ্ট্রদূত জনাব হযরত আলী খান ও মাননীয় কনস্যুলার মিনিস্টার।
চা চক্রের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন