মানবতার স্বপ্ন সংগঠন মৌলভীবাজার এর পক্ষ থেকে প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে

রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:-

বুধবার ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের আভিজাত্য কাচ্চি কিং রেস্তোরাঁয় এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য সজু মিয়া।

সমাজসেবক ও এডমিন নানু মিয়ার সঞ্চালনায় ও আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী  ও সংগঠনের এডমিন মোহাম্মদ শফিউল ইসলাম ফয়সল, লন্ডন প্রবাসী, কাচ্চি কিং এর প্রোপাইটার ও সংগঠনের এডমিন শামিম তরফদার, বালুছড়া সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক তপু তোফায়ের খান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নজরুল ইসলাম, লাবু আহমদ, লন্ডন প্রবাসী, রাহী আহমদ এডমিন,আলমগীর মিয়া ,সজু মিয়া, আব্দুর রহমান পারভেজ, তাজুল চৌধুরী, রাসেল আহমেদ, মঞ্জুরুল ইসলাম, মুহিদ মিয়া সহ সংগঠনের অন্যান সদস্যবৃন্দ। পরে আয়োজিত অনুষ্ঠানে সকল প্রবাসীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী দেশে চালিকাশক্তি, তাঁরা দেশে রেমিট্যান্স পাঠিয়ে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন। পাশাপাশি সকল দূর্যোগে প্রবাসীরা সবসময় এগিয়ে আসেন তাই মানবতার স্বপ্ন সংগঠন প্রবাসীদের এই অবদানের জন্য এ সংবর্ধনা প্রদান করে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন