বিশেষ প্রতিনিধি-ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের সহধর্মিণী গুলশান আরা সেলিম আর নেই। তিনি ২৯ নভেম্বর রোববার রাত পৌনে ১২টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গুলশান আরা সেলিম কিডনি, ডায়বেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। এর আগে তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৫০ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হাজী সেলিমের তিন ছেলে হলেন সোলায়মান সেলিম, ইরফান সেলিম ও সালমান সেলিম। ইরফান এখন কারাগারে রয়েছেন। ৩০ নভেম্বর সোমবার গুলশান আরাকে দাফন করা হবে। হাজী সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন বেলাল বলেন, রোববার রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলশান আরা সেলিম ইন্তেকাল করেন। গত সাত দিন ধরে আইসিইউতে ছিলেন তিনি। তিনি আরো বলেন, হাজী সেলিমও বর্তমানে ল্যাব এইড হাসপাতালে রয়েছেন। হাজী সেলিমদের পারিবারিক প্রতিষ্ঠান মদিনা গ্রুপের চেয়ারম্যান ছিলেন গুলশান আরা। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার (বর্তমানে কাউন্সিলর) ছিলেন তিনি ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন