যুক্তরাজ্য বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ স্বদেশ প্রত্যাবর্তনে বিমানবন্দরে সংবর্ধনা

রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি :-

যুক্তরাজ্য বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক সেন্ট্রাল লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমদ স্বদেশ প্রত্যাবর্তনে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি সকাল ০৯:৫০ মিনিটে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সংবর্ধনা দেওয়া হয় এবং পরে তাকে মোটরসাইকেল শোভাযাত্রায় নিজ শহর মৌলভীবাজারে নিয়ে আসা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন – মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুকিদ, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি ও উসমানী নগর উপজেলার সভাপতি গোলাম রাব্বানী, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম.এ নিশাত, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সহ জেলা বিএনপি, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা দলে দলে ফুলের মালা দিয়ে বরণ করেন যুক্তরাজ্য বিএনপি নেতা জুয়েল আহমদকে।

জুয়েল আহমদ বলেন – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মেসেজ হচ্ছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়ে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির পূর্ণ সহযোগিতা করে যাবে ও বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে দ্রুত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন