হাকিকুল ইসলাম খোকন// ঈদ আগমনে সুখকর উচ্ছ্বাস-উদ্দীপনায় দেশী গার্লস বাই মিলিয়া লেনিন আয়োজন করেছেন দুদিন ব্যাপি ঈদ ফ্যশান অগ্রিম মেলা শনিবার এবং রবিবার,১৫ এবং ১৬ ফেব্রুয়ারি ২০২৫,ইকরা পার্টি হলে ।নিউইর্য়কের কুইন্সের জামাইকার ৮৯-১৬,১৭৫ ষ্টীটে ।
নিউইয়র্কের পোশাক শিল্পে সুপ্রতিষ্ঠিত বুটিক স্বত্বাধিকারীদের নানা রঙের পোশাক উপস্থিত ক্রেতা দর্শনার্থীদের আকর্ষণ করবে নিশ্চিত।
সাথে থাকবে জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার রোজিনা আহমেদ রুনি'র দৃষ্টিনন্দন নানা রকম ডিজাইনকৃত পোশাকের নতুনত্ব।
সাদর আমন্ত্রণ রইল সুন্দর মনের বিশালতা নিয়ে কাঙ্খিত এই
আয়োজনে।বাপসনিউজকে জানিয়েছেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার রোজিনা আহমেদ রুনি ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন