লোকসভার সামনে কংগ্রেসের বিক্ষোভ, অধিবেশন মুলতবি

gbn

যুক্তরাষ্ট্রের পুলিশ অবৈধ ভারতীয়দের বিমানবন্দরে এনেছিল শিকলে বেঁধে ও হাতকড়া পরিয়ে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে এই ‘খবর’ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম।

এই ঘটনার জেরে দফায় দফায় উত্তেজনা ছড়ায় ভারতের সংসদের বাজেট অধিবেশনে। এ ঘটনায় লোকসভা ও রাজ্যসভা সাময়িকভাবে মুলতুবিও করতে হয়।

​​​​​​​

যুক্তরাষ্ট্র থেকে বুধবারই প্লেনে করে প্রথম দফায় ফেরত পাঠানো হয়েছে ১০৪ জন ভারতীয়কে। বুধবার বিকেলে পাঞ্জাবের অমৃতসরে অবৈধ অভিবাসীদের দলটিকে নিয়ে নামে টেক্সাসের এল পাসো বিমানবন্দর থেকে আসা আমেরিকার সি-১৭ গ্লোবমাস্টার সামরিক প্লেনটি। তাদের মধ্যে কয়েকজনের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং বাকিরা বেআইনিভাবে মেক্সিকো সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করছিলেন বলে অভিযোগ।

 

বৃহস্পতিবার সংসদের দু’কক্ষের অধিবেশন শুরুর পরেই মুলতুবি প্রস্তাব এনে এই বিষয়ে আলোচনার দাবি জানান বিরোধীরা। সংসদ ভবন চত্বরেও পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তারা।

লোকসভার স্পিকার ওম বিড়লা আলোচনার দাবি খারিজ করে দিলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। বিরোধীদের উদ্দেশে স্পিকার বলেন, বিষয়টি গুরুতর। সরকার এটিকে গুরুত্ব সহকারে নিয়েছে। কিন্তু অন্য দেশেরও নিজস্ব নিয়মকানুন আছে। এ নিয়ে পরিকল্পিতভাবে অধিবেশন অচল করবেন না।

 

কিন্তু তার আবেদন সাড়া না মেলায় প্রথমে বেলা ১২টা তারপর দুপুর ২টা পরে সাড়ে ৩টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম। বিশৃঙ্খলার জেরে ১২টা পর্যন্ত মুলতুবি হয় রাজ্যসভার অধিবেশনও।

 

 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন