"বাঙালির স্বাধীকার থেকে স্বাধীনতা, সকল সংগ্রামের সূতিকাগার, জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের ব্যক্তি ও রাজনৈতিক জীবনের স্মৃতিবিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বাড়ি তথা বঙ্গবন্ধু জাদুঘর' ভাংচুর, অগ্নিসংযোগ ও জঙ্গি হামলার প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার পক্ষ থেকে
৫ ই ফেব্রুয়ারি বুধবার বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে লন্ডন সময় রাত ৮ ঘটিকায় সিটি রোডস্থ একটি রেষ্টুরেন্টে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামী লীগের সভাপতি প্রাক্তন ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সাবেক ছাত্রনেতা
এম.এ.মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওয়েলস আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম নজরুল, সহ সভাপতি এস এ রহমান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, আইন বিষয়ক সম্পাদক হারুন তালুকদার,
ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, সাবেক ছাত্রনেতা আব্দুল ওয়াহিদ বাবুল, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ছালিক মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ,
আখতারুউজ্জামান কুরেশি নিপু, আলমগীর আলম, ওয়েলস তাতীলীগের সভাপতি জামাল আহমেদ বকুল, ওয়েলস সেচ্ছাসেবকলীগের সভাপতি হাজি জুয়েল মিয়া, ওয়েলস শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এস এ খান লেনিন, ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, সহ সভাপতি রকিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি রুনেল,
সেলিম চৌধুরী, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর, ও সাধারণ সম্পাদক শাহ জাহান তালুকদার শাওন, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ফয়ছল মনসুর, সাবেক ছাত্রনেতা রাসেল আহমদ, সাবেক যুবনেতা সাজেল আহমেদ, মৌলা আফতাব, এম এ রউফ, কাওসার হোসেন, সামাদুল হক ও শামীম আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
"এই বাড়ি থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা,দালান ভাঙতে পারবে, ইতিহাস মুছতে পারবে না, ৩২ নম্বরে আগুন দিয়ে কুটি কুটি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদের হৃদয় ক্ষত বিক্ষত করেছে বলে উল্লেখ করে সভাপতির বক্তব্যে ওয়েলস আওয়ামী লীগের সভাপতি প্রাক্তন ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর বলেন, ধানমন্ডি ৩২ বাংলাদেশের হৃদপিন্ড!"বত্রিশ বাংলার আবেগ; এক একটি ইট এক একটি ইতিহাস||
"রাষ্ট্রীয় মদদে স্বাধীন বাংলাদেশের সুতিকাগার জাতির পিতা বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়িটি ধ্বংস করা হচ্ছে।
এর দ্বায় তোমাদের নিতেই হবে।ধানমন্ডি ৩২ এর প্রতিটি ধূলিকণা একদিন কথা বলবে,"ধানমন্ডি ৩২ শুধু একটি ঠিকানা নয়, এটি মুক্তিকামী বাঙালির স্বপ্ন, সংগ্রাম ও প্রেরণার প্রতীক। ইতিহাস কখনো মুছে ফেলা য়ায় না, ধানমন্ডি-৩২ নাম্বারের বাড়ি ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭০ এর নির্বাচন এবং ১৯৭১ এ স্বাধীনতা যুদ্ধের অন্যতম কেন্দ্রবিন্দু। এই বাড়িতে আঘাত করা মানে মুক্তিযুদ্ধের ইতিহাসে আঘাত করা। বাড়িটির সাথে জড়িয়ে আছে বাংলার প্রতিটি দেশ প্রেমিক মানুষের অনুভূতি,আদর্শ ও চেতনা। এই বাড়িতে আঘাত করা মানে প্রতিটি খাঁটি বাঙালির হৃদয়ে আঘাত করা সামিল বলে তিনি অভিমত ব্যাক্ত করে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য
বুক ভরা ঘৃনা জানিয়েছেন।
"৩২ ই বাংলাদেশ "বাংলাদেশের প্রতিটি ঘরই ধানমন্ডি ৩২ হবে উল্লেখ করে ওয়েলস আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সাবেক ছাত্রনেতা এম.এ.মালিক বলেন,
সরকারের প্রত্যক্ষ মদদে সেই সুগভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে আজ পুনর্বার বত্রিশ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন এবং তার সম্মুখে জাতির পিতার প্রতিকৃতিতে ভাঙচুর চালায় স্বাধীনতা বিরোধী অপশক্তি ও তার শ্বাপদ শাবকেরা। এটি সুস্পষ্টভাবে একটি ফৌজদারি অপরাধ। কিন্তু এটার জন্য আজকের বিচারহীনতার বাংলাদেশে বিচার প্রাপ্তির জায়গা নেই। আমরা চাই, জনগণের অনুভূতি জাগরণের মাধ্যমে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও
দেশব্যাপী লাগাতার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন