-মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি || কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পিছলে পড়ে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের পায়ে চিড় ধরেছে। তাকে চিকিৎসা সুরক্ষা বুট পরতে হতে পারে বলে গত ২৯ নভেম্বর তার প্রচার টিম জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ৭৮ বছর বয়সী বাইডেন পা পিছলে পড়ে গেলে তাকে চিকিৎসকের কাছে নেয়া হয়। আগামী জানুয়ারিতে শপথ নেয়ার পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন হবেন বাইডেন। গত ২৮ নভেম্বর তার দুটি জার্মান শেফার্ডের একটির সঙ্গে খেলতে গিয়ে তিনি আহত হয়েছেন। বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক কেভিন ও’কনোর শুরুতে বলেন, এক্সরে-তে কোনো ‘স্পষ্ট চিড়’ ধরা পড়েনি। যে কারণে অতিরিক্ত সিটিস্ক্যান করতে হয়েছে। পরে এক বিবৃতিতে তিনি বলেন, ওই স্ক্যানেই পায়ের মাঝে ‘সূক্ষ্ম চিড়’ ধরা পড়েছে। আগামী কয়েক সপ্তাহ বাইডেনকে ‘হাঁটার বুট’ ব্যবহার করতে হতে পারে বলে জানিয়েছেন এই চিকিৎসক।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন