পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু কিউইদের

gbn

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে পাকিস্তান। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের মুখোমুখি হয় স্বাগতিকরা। এই ম্যাচে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি দারুণভাবে শুরু করেছে নিউজিল্যান্ড।

শনিবার লাহোরে গ্লেন ফিলিপসের সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩৩০ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ২৫২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

 

গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় নিউজিল্যান্ড। শুরুটা ভালো ছিল না। তবে তৃতীয় উইকেটে কেন উইলিয়ামস আর ড্যারিল মিচেলের ১১২ বলে ৯৫ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় কিউইরা। উইলিয়ামস ৫৮ আর মিচেল ৮৪ বলে করেন ৮১।

শেষ ছয় ওভারে ৯৮ রান তোলে নিউজিল্যান্ড। যার মূল কৃতিত্ব সেঞ্চুরিয়ান ফিলিপসের। ৭২ বলে সেঞ্চুরি পূরণ করেন এই ব্যাটার। শেষ পর্যন্ত ৭৪ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন ফিলিপস, যে ইনিংসে ৬টি চারের সঙ্গে ৭টি ছক্কা হাঁকান তিনি। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৩টি আর আবরার আহমেদ নেন ২টি উইকেট।

 

৩৩১ রানের জবাব দিতে নেমে ভালো শুরু করে পাকিস্তান। বাবর আজম ধীরে-সুস্থে আর ফখর জামান মেরে খেলছিলেন। ৫২ রানের জুটি করে আউট হন বাবর (২৩ বলে ১০)। এরপর কামরান গুলামের সঙ্গে আরও একটি অর্ধশত (৫১) রানের জুটি করেন ফখর।

৩২ বলে ১৮ রান করে সাজঘরে ফেরত যান গুলাম। এরপর দ্রুত আউট হয়ে যান মোহাম্মদ রিজওয়ান (১০ বলে ৩)। ফখরের ইনিংস থামেন ৬৯ বলে ৮৪ রানে। বাঁহাতি এই ব্যাটারের ৭ চারের সঙ্গে ৪ ছক্কা পাকিস্তানের কোনো কাজে আসেনি।

পঞ্চম উইকেটে তাইয়ুব তাহিরকে নিয়ে ৫৩ রানের জুটি করেন সালমান আলী আগা। ৫১ বলে ৪০ রান করেন আগা। তাহির ২৯ বলে ৩০ রানের বেশি করতে পারেননি। নিচের দিকে আর কেউ ত্রিশের ঘর পেরোতে পারেননি। নিউজিল্যান্ড ইনিংসের সময় চোটে পাওয়ায় ব্যাটিংয়ে নামেননি হারিস রউফ।

 

নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার। ২ উইকেট নেন মিচেল ব্রাসওয়েল।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন