ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক তালিকায় স্থান পেয়েছেন। শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে ৩৮ সদস্যের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই তালিকায় আছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ক্লাব না পাওয়া ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়াও।
জামাল ভূঁইয়া মধ্যবর্তী দলবদলে ব্রাদার্স ইউনিয়নে নাম লিখিয়েছেন। অর্ধেক মৌসুমে কোনো ম্যাচ না খেলা জামালকে রেখেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ৩৮ ফুটবলারের মধ্যে সর্বাধিক ১৪ ফুটবলার বসুন্ধরা কিংসের। তবে ইনজুরির কারণে বাদ পড়েছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।
৮ ফুটবলার ডাকা হয়েছে আবাহনী থেকে। ৬ ফুটবলার আছেন মোহামেডানের। ৩৮ ফুটবলারের মধ্যে গোলরক্ষক ৫ জন। তার মধ্যে মোহামেডানের দুই গোলরক্ষক সুজন হোসেন ও সাকিব আল হাসান জায়গা পেয়েছেন। দুইজন বসুন্ধরা কিংসের আনিসুর রহমান জিকো ও মেহেদি হাসান শ্রাবণ।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন