ইংল্যান্ডের বাজবল খেলার ফল। প্রথম ছয় ব্যাটারের সবাই রান পেলেন। কিন্তু সেঞ্চুরি করতে পারলেন না কেউই। ইংল্যান্ড আবার অলআউটও হয়ে গেলো। তারপরও ভারতের বিপক্ষে ৩০৪ রানের বড় সংগ্রহ ইংলিশদের।
কাটাকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৯.৫ ওভারে ৩০৪ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। সিরিজ জিততে হলে ভারতকে করতে হবে ৩০৫। প্রথম ওয়ানডেতে ভারত জিতেছিল ৪ উইকেটে।
আজ টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। প্রথম ১০ ওভারের পাওয়ার প্লেতে বিনা উইকেটে তোলে ৭৫ রান। পরের ওভারেই ফিল সল্ট আউট হন ২৬ করে। ৮১ রানের উদ্বোধনী জুটি ভাঙে।
আরেক ওপেনার বেন ডাকেট ঝোড়ো গতিতে ৫৬ বলে ৬৫ করেন। ওয়ান ডাউনে জো রুট ৭২ বলে করেন ৬৯। এরপর হ্যারি ব্রুক ৩১, জস বাটলার ৩৪ করে সাজঘরে ফেরেন। লিয়াম লিভিংস্টোন ৩২ বলে ৪১ রানের ক্যামিওতে দলকে ৩০৪ রানে পৌঁছে দেন।
ভারতের রবীন্দ্র জাদেজা ৩৫ রানে শিকার করেন ৩টি উইকেট।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন