৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেটে পুলিশ-জনতা মতবিনিময়

 জিবি নিউজ প্রতিনিধি//

ডিআইজি এসপিবিএন (ভারপ্রাপ্ত অতিরিক্ত আইজি এপিবিএন) মোঃ আলী হোসেন ফকির বলেছেন, সুন্দর সমাজ ও দেশ গড়তে পুলিশ-জনতা সুসম্পর্ক গড়ে তুলতে হবে। ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। এতে অপরাধের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে উঠে। দীর্ঘ দিনের শাসন, শোষণ ও বঞ্চনাকে ভুলে গিয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে পুলিশের পাশাপাশি সমাজের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হবে সম্ভাবনার বাংলাদেশ, নিশ্চিত হবে নাগরিক অধিকার, প্রতিষ্ঠা পাবে ন্যায় বিচার। তাই পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের মনোবল সুদৃঢ় করতে সরকারের পাশাপাশি সর্বস্তরের জনসাধারণকে সহযোগিতা করতে হবে।

তিনি রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট প্রাঙ্গণে আয়োজিত পুলিশ-জনতা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

 

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এ আর এম আলিফ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, সিলেট মেট্টোপলিটন পুলিশের কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম সেবা, এডিশনার ডিআইজি গিয়াস উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান, লালাবাজার হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালিক, দি নিউনেশন এর সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, লালাবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম মনির, যুক্তরাজ্য প্রবাসী গোলাম ফারুক, দক্ষিণ সুরমা থানা পশ্চিম শিবির সভাপতি ময়নুল ইসলাম, সমাজসেবী বিপ্লবী মুজিবুর রহমান, আব্দুল আমিন, নোমান আহমদ, সৈয়দ আব্দুর রাজ্জাক প্রমুখ।

মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

আলোচনা শেষে প্রধান অতিথি ডিআইজি এসপিবিএন মো. আলী হোসেন ফকির ৭ এপিবিএন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন