মৌলিক সংস্কার শেষে নির্বাচন হতে হবে : সিলেটে জামায়াতের আমির

জিবি নিউজ প্রতিনিধি//

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছে, ‘নির্বাচনের আগে মৌলিক সংস্কার প্রয়োজন। মৌলিক কিছু সংস্কার করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এই অবস্থায় নির্বাচন দেওয়া হলে এটা হবে নির্বাচনের জেনোসাইড বা নির্বাচন গণহত্যা।  আমরা এটা চাই না। আমরা চাই সুষ্ঠু পরিবেশ সৃষ্টির পর নির্বাচন।’

 

 

 

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকালে জামায়াতের সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। 

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশ স্বাধীনের পর থেকে কখনো একটু ভাল হয়েছে, কখনো খারাপ হয়েছে। কিন্তু খুব ভাল কখনো ছিল না। খুব ভাল কখনো হবে না। যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সিদ্ধান্ত সঠিক না হবে। ওই সিদ্ধান্ত যখন সঠিক হবে, সততা ও স্বচ্ছতার ভিত্তিতে হবে তখন শুধু আইনশৃঙ্খলা নয় সবকিছুর উন্নতি সাধিত হবে।’

 

 

অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে জামায়াতের আমীর বলেন, ‘ডেভিল আছে এই সমাজে। সেই ডেভিল হান্ট যদি হয় তবে দেশের ১৮ কোটি মানুষ যৌথবাহিনীর যারা অভিযান পরিচালনা করবেন তাদের জন্য দোয়া করবে এবং তাদের সাথে থাকবে।’

 

 

নির্বাচিত সরকার সবসময় ভাল হয় না মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচিত সরকার দাবি করে ১৫ বছর ফ্যাসিস্টরা ক্ষমতা আকড়ে ছিল। তারাইতো দেশের এই অবস্থা করে গেছেন। সরকার নির্বাচিত হলেই যে ভাল হবে, তা বলা যাবে না। ভাল সরকার হতে হলে ভাল মানুষের দ্বারা সরকার গঠিত হবে। যাদের অতীত ভাল, বর্তমান ভাল- তাদেরকে দিয়েই ভবিষ্যত ভাল হবে-  এটা আশা করা যায়।’

 

জামায়াত এখনো জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেনি উল্লেখ করে সংগঠনটির আমীর বলেন, ‘জামায়াত এখনো অফিসিয়ালি প্রার্থী ঘোষণা করেনি। এটা প্রাথমিক সিলেকশন। ইলেকশন এখনো অনেক দূর। ইলেকশন কাছে আসলে দল ফাইনাল সিদ্ধান্ত নেবে। তখন যাদেরকে নমিনেশন দেবে তারাই প্রার্থী হবে।’

 

 

এর আগে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব ও সেক্রেটারি মো. শাহজাহান আলী পরিচালনা করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন