অভিনয়ে নাম লেখালেন নায়ক ইমনের স্ত্রী, আসছেন রোমান্টিক গল্পে

gbn

শোবিজের জন্য এটি একটি চমকপ্রদ ঘটনা বটে। বাস্তব জীবনের সেলিব্রিটি দম্পতিরা পর্দায় হাজির হতে যাচ্ছেন। চিত্রনায়ক মামনুন ইমন তার স্ত্রী আয়েশা ইসলাম আশার সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। এটি দিয়ে অভিনয়ে নাম লেখালেন আয়েশা।

মামনুন ইমন তার ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন। ২০০৮ সালে আয়েশাকে বিয়ে করেন তিনি। বিয়ের সেই খবর সাত বছর পর প্রকাশ পায়। ইমন সোশ্যাল মিডিয়াতেও খুব একটা তার স্ত্রীর সাথে পোস্ট করেন না।

 

এবার তিনি স্ত্রী আয়েশার সাথে প্রথমবারের মতো পর্দায় হাজির হচ্ছেন। সম্প্রতি তারা একটি বিজ্ঞাপনে শুটিং করেছেন। ইমন বলেন, ‘এটি একটি অনন্য এবং স্মরণীয় অভিজ্ঞতা ছিল আমার জন্য। স্বামী-স্ত্রী মিলে কাজ করেছি।’

‘এটি প্রথমবার। তবে শেষবার কি না জানিনা’- মজা করে বললেন চিত্রনায়ক ইমন। তিনি জানালেন, স্ত্রীর সঙ্গে কাজের জন্য একটি রোমান্টিক গল্পকেই বেছে নিয়েছেন তিনি। এটি দর্শকেরও ভালো লাগবে বলে প্রত্যাশা তার।

 

ইমনের স্ত্রী মডেল হওয়া প্রসঙ্গে বলেন, ‘ইমন সাহস জুগিয়েছে তাই কাজটি করতে পারলাম। এটা একটা নতুন অভিজ্ঞতা আমার জন্য। দেখার অপেক্ষায় আছি কেমন ফিডব্যাক আসে।’

 

খুব শিগরিই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন মাধ্যমে প্রচার হবে বলে জানিয়েছেন ইমন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন