গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্দোগে কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর ফাউন্ডার্স ট্রাষ্টি সমাজসেবক ও ব্যাবসায়ী কামাল মনসুর এর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত

"মৌলভীবাজার জেলা সদরের কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর ফাউন্ডার্স ট্রাষ্টি,  ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের বাংলাদেশ টিমের সংগঠনিক সম্পাদক, ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন  ইউ সিক্স, এর অন্যতম উপদেষ্টা বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ কামাল মনসুর এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে গত  ৯ ই ফেব্রুয়ারী রোববার ৮ ঘটিকায় এক ভার্চুয়ালি শোক সভা ও  দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে লন্ডন ছাড়া ও বাংলাদেশ এবং বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে সমাজকর্মী কামাল মনসুর এর বন্ধু- বান্ধব, আত্মীয় স্বজনরা ও পরিবারের সদস্যরা ও অংশগ্রহণ করেছেন। 

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কো- কনভেনর বিশিষ্ট ব্যাবসায়ী  মসুদ আহমদ এর সভাপতিত্বে এবং সংগঠন এর  সাংগঠনিক সম্পাদক সৈয়দ সায়েম করিম এর পরিচালনায় অনুষ্ঠিত শোক  সভায়    গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান,বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর ছোট ভাই সমাজকর্মী মোহাম্মদ কামাল মনসুরের মৃত‍্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন সহ মরহুম এর  কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট এর সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইউম কয়ছর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, কেন্দ্রীয় যুগ্ম কনভেনর হাবিবুর রহমান রানা,ট্রেজারার আশরাফ আহমেদ, সংগঠন এর সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশীদ, কো কনভেনর জামাল হোসেন, যুগ্ম কনভেনর শিপার রেজাউল করিম,সদস্য সচিব মোহাম্মদ তাজুল ইসলাম, সাউথ শিল্ড এর সদস্য সচিব সৈয়দ জিয়াউল ইসলাম  শাহ শাফি কাদির, কদর উদ্দিন, শেখ নুরুল ইসলাম, শিপন আহমেদ, সৈয়দ জিয়াউল হক,  আব্দুর রুউফ তালুকদার, সেবুল আহমেদ, মইনুল ইসলাম, ও আব্দুর রহিম রঞ্জু, সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

সভায় দোয়া পরিচালনা করেন নর্থ টাইন সাইড বাংলাদেশী কমিউনিটি সেন্টার জামে মসজিদের খতীব হাফিজ মাওলানা সাদিক আহমদ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মতব্বির মনসুর, সৈয়দ জাহেদ আহমেদ,আকলাকুল আলম সেবু, মোহাম্মদ কয়েছ মনসুর, মোঃ শহীদুল ইসলাম, আয়াছুল করিম, মোহাম্মদ বদরুল মনসুর, ময়নুর ইসলাম,সাদ উদ্দিন, হাছাদ মিয়া, ফারছু মিয়া, মোহাম্মদ ফয়ছল মনসুর, এমাদ উদ্দিন, সরোয়ার চৌধুরী ও  সামাদ উদ্দিন, প্রমুখ। 

এদিকে ওয়েলস কুলাউড়া সোসাইটি ইউকের  উদ্দোগে সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি, কার্ডিফ বাংলাদেশ এসোসিয়েশন এর সাবেক চেয়ারম্যান, জালালিয়া মসজিদ ও বাংলাদেশ সেন্টার এর ট্রাষ্টি মরহুম আলহাজ্ব ফিরুজ আলীর স্মরণে গত গত মঙ্গলবার বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠিত  শোক সভায় সমাজ সেবক মোহাম্মদ কামাল মনসুর এর ইসহালে সওয়াব উপলক্ষে দোয়া পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশন এর প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমেদ। 

এছাড়াও দেশ ও বিদেশ মৌলভীবাজার সংগঠনের পক্ষ থেকে গত ২৪ শে জানুয়ারি শুক্রবার বাদ জুম্মা  মৌলভীবাজার শহরে মরহুম মোহাম্মদ কামাল মনসুর এর স্মরণে এক শোক সভা, সিলিং ফ্যান বিতরন,ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিকে বৃটেনর কার্ডিফ শাহজালাল মসজিদ,জালালিয়া মসজিদ, কচুয়া জামে মসজিদ ও মাদ্রাসা ও একাটুনা বাজার মসজিদে ও দোয়ার মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার ব্যাবস্থা করা হয়েছে। 

মরহুম কামাল মনসুর এর মৃত্যুতে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি, ইউনিটি অব মৌলভীবাজার, কচুয়া যুব সংঘ, একাটুনা বাজার ব্যাবসায়ী সমিতি সহ বিভিন্ন সংগঠন এর পক্ষ থেকে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুম এর আত্মার মাগফেরাত কামনা করেছেন। তিনির মৃত্যুর দিন কচুয়া মাদ্রাসার ওয়াজ মাহফিলে সারাক্ষণ জিকির মাহফিল, সিন্নি বিতরণ সহ দ্বীনি কাজে ব্যাস্ততম সময় পার করেছিলেন। 

 উল্লেখ্য , গত ১২ ই  জানুয়ারি  রোববার বাংলাদেশ সময় সকাল ৬.২০ মিনিটের সময় হার্ট এটাক করে মৌলভীবাজারের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন,) 

মরহুমের জানাজার নামাজ ঐদিন  বিকাল ৩ ঘটিকায় 

হাজার হাজার লোকের উপস্থিতিতে মৌলভীবাজার জেলা সদরের মরহুমের কচুয়াস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো মাত্র ৪৮ বছর। জানাজার নামাজের ঈমামতি করেন কচুয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সাদিক আহমদ, দোয়া পরিচালনা করেন রায়শ্রী জামে মসজিদের ঈমাম ও খতীব

মাওলানা জহিরুল ইসলাম, ও একাটুনাবাজার জামে মসজিদের ঈমাম

মাওলানা কামাল আহমদ। 

জানাজার পূর্বে মরহুম এর জীবন কর্ম নিয়ে আলোচনা করেন মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের আহব্বায়ক বকসি ইকবাল আহমেদ, কচুয়া জামে মসজিদের সাবেক  ইমাম ও খতিব মাওলানা শফিকুর রহমান,  

একাটুনা ইউনিয়নের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী, আমেরিকা প্রবাসী আলতাফ হোসেন, একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশন এর সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ট্র্বেজারার মোহাম্মদ মুজিব মনসুর,

এবং টেলিকনফারেন্সে যোগ দিয়ে  গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনর ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ওয়েলস কোঅর্ডিনেটর,

মোহাম্মদ মকিস মনসুর ছোট ভাই  মোহাম্মদ কামাল মনসুর এর  আত্মার মাগফেরাত কামনার জন্য সবার নিকট দোয়া চেয়েছেন। 

সমাজসেবক ও  যুবসংগঠক মরহুম মোহাম্মদ কামাল মনসুর, মৌলভীবাজার জেলা সদরের কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট ও একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর অন্যতম ট্রাষ্টি , ইউনিটি অব মৌলভীবাজার এর বাংলাদেশ টিমের সদস্য, ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন অব ৬ নং একাটুনা ইউনিয়ন 

ইউ সিক্স, এর উপদেষ্টা, কচুয়া যুব সংঘ এর প্রচার সম্পাদক, দেশে-বিদেশে মৌলভীবাজার সংগঠনের  দফতর সম্পাদক, একাটুনাবাজার এম এম পি লাইব্রেরীর সভাপতি, ছাড়া ও একাটুনা বাজার ব্যাবসায়ী সমিতি, কচুয়া মসজিদ ও মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক সংগঠন এর সাথে জড়িত থেকে সমাজের উন্নয়নে ও মানবতার কল্যাণে কাজ করে গেছেন।**

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন