আসছে মেহজাবীনের ‘নীল সুখ’

gbn

জিবি নিউজ24ডেস্ক//

‘প্রিয় মালতী’ দিয়ে প্রশংসিত হওয়া মেহজাবীন চৌধুরী নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’ নিয়ে আসছেন। ভিকি জাহেদের পরিচালনায় এ ওয়েব ফিল্ম ১৮ ফেব্রুয়ারি ওটিটি প্লাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে।

মুক্তির আগে আজ (১০ ফেব্রুয়ারি) রাজধানীর শান্তা ফোরামে ট্রেলার রিলিজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পরিচালক ভিকি জাহেদ জানান, তিনি এই ‘নীল সুখ’ প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদকে উৎসর্গ করেছেন।

 

ভিকি বলেন, হুমায়ূন আহমেদ স্যারের কাজগুলো আমাকে ভীষণভাবে প্রভাবিত করে। কিন্তু আমি বরাবরই থ্রিলার গল্পে কাজ করেছি। ‘নীল সুখ’ রোমান্টিক ধারার গল্প। এখানে দুটি পরিবারের গল্প বলেছি।

তিনি আরও বলেন, হুমায়ুন স্যার নিজেও পারিবারিক গল্পগুলো চমৎকারভাবে দর্শকদের সামনে তুলে ধরতেন। যেহেতু স্যারের প্যাটার্নের কাজ, তাই তাকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি।

 

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, নির্মাতা ভিকি জাহেদ ভাইয়ের সাথে এটি আমার তৃতীয় ওয়েবের কাজ। আগের দুটি কাজ দর্শক গ্রহণ করেছিল। আমার ফ্যানরা চাচ্ছিল রোমান্টিক কাজে দেখতে। যেহেতু ভ্যালেন্টাইন তাই রোমান্টিক এই কাজটি করেছি।

 

মেহজাবীনের সঙ্গে এতে জুটিবদ্ধ হয়েছেন ফররুখ আহমেদ রেহান। তিনি বলেন, আমার কাছে মনে হচ্ছে এবারের ভালোবাসা দিবসে শ্রেষ্ঠ ভালোবাসার গল্প হতে পারে ‘নীল সুখ’।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন