অসাংগঠনিক ভাবে টেনেসি স্টেট আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

 মোঃনাসির//

অসাংগঠনিক ভাবে  গত শনিবার,৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে টেনেসি স্টেট আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন  |  মেমফিস শহরে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন এখানকার সফল ব্যবসায়ী সম্মেলন কমিটির আহবায়ক সানাউল্লাহ সানি এবং  সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা , বঙ্গবন্ধু সৈনিক মাসুদ হাসান তুর্ণ | সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণের  সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর  রহমান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণের  সাধারণ সম্পাদক ডাঃ মুহাম্মদ আলী মানিক | বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সহ  সভাপতি  এম জহির | শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট  নীরবতার  পালনের মাদ্ধমে আলোচনা অনুষ্ঠান শুরু হয় | আলোচনা অনুষ্ঠানের মাঝে ফজলুর রহমান হঠাৎ করে তার মুঠো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও পাঁচ বারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংযুক্ত করলে  বঙ্গবন্ধুর সৈনিকেরা উল্লাসে ফেটে পড়েন | তিনি অসাংগঠনিক ও নিয়ম নীতি না মেনে গঠিত নতুন কমিটিকে অভিনন্দন ও এই উদ্যোগ নেয়ার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণ অঞ্চলের দুই সদস‍্য,সভাপতি  ও সাধারন সম্পাদক কমিটিকে ধন্যবাদ জানান বলে সাধারন সম্পাদক ডাঃ মোহাম্মদ আলী মানিক তার বিজ্ঞপ্তিতে বাপসনিউজকে উল্লেখ করেছেন ।। ফোনে  আওয়ামী সভাপতি শেখ হাসিনা দিকনির্দেশনামূলক  দীর্ঘ ভাষণ সবাই মন দিয়ে শোনেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন ।   পাঠানো বিজ্ঞপ্তিতে  আরো উল্লেখ করা হয় 

ডাঃ মুহাম্মদ আলী মানিকের সঞ্চালনায়  এবং এম ফজলুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় পর্ব  অনুষ্ঠিত হয় | এতে উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে বিপুল করতালির মাধ্যমে টেনেসি স্টেট আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সানাউললাহ সানি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাসুদ হাসান তূরনো । সহসাই ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য তারা অংগীকার করেন ।জানা গেছে ইতি পূর্বে টেনেসিতে আওয়ামী লীগের কোন কমিটিই ছিল না ।সম্মেলনে অসাংবিধানিক ভাবে গঠিত যে ব‍্যানার দেখা যাচেছ তাতে কোন তারিখ,সময় ও বার  ছিলনা ।
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারত থেকে মেয়াদ উত্তীর্ণ যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ কমিটি না করে কথিত দুই সদস‍্যোর দক্ষিন আওয়ামী লীগের মাধ্যমে টেনেসির সম্মেলনের নামে দুই সদস‍্যোর কথিত কমিটি গঠন করা হয়েছে ।যুক্তরাষ্ট্রে বহুধা বিভক্ত আওয়ামী লীগ ।আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা  নিয়মনীতি না মেনে অন্যায় ও অগণতান্ত্রিক ভাবে দলকে পরিচালিত করচেছন বলে অভিযোগ করেছেন এসংবাদদাকে আওয়ামী লীগের নেতা ও কর্মি এবং শুভানুধ্যায়ী ।যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের প্রতিষ্টাকালিন প্রবাসী সিলেটের অভিবাসীরাই আওয়ামী লীগ গঠন ও পরিচালনা করেছেন সুচারো ভাবে এমএ সালামের নেতৃত্বে ।কালের বিবর্তনে “৯০ এর দশক থেকে জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবর রহমান এর সাবেক পিএস ও সাবেক সিএসপি সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ সালামকে পূনরায় সাধারণ সম্পাদক করে নতুন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যাএার সুচনা করা হয় ।এরপর থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিলেটর বাহির এবং সাধারণ সম্পাদক সিলেট প্রবাসীদের থেকেই গঠন করা হতো ।যা সকল অভিবাসী প্রশংসা করেছেন ।২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে বাংলাদেশের সাধারণ নির্বাচন এ শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারের দুই তৃতীয়াংশ আসন পেয়ে দেশ পরিচালনা করেছেন ।কিন্তু তিনি তৎকালীন সময়ে প্রবাসী বাংলাদেশীদের দেশে বিনিয়োগ করার জন‍্য কয়েক শত দলীয় নেতাকর্মীদের ব‍্যাবসা বানিজ্য করার সুযোগ দিয়েছিলেন ।তাদের মাঝে ৮০ ভাগই ব‍্যাবসা বানিজ‍্য বেচে দিয়ে ,লুটপাট করে টাকা নিয়ে আবার  প্রবাসে ফিরে এসেছেন ।দলীয় সভাপতি শেখ হাসিনা দলের
নিয়ম নীতি না মেনে নিজের ইচ্ছায় যা খুশি তাই করছেন বলে অভিযোগ করেছেন নাম জানাতে অস্বীকৃতি কারী আওয়ামী লীগ নেতা কর্মি ।দলের বর্তমানে বিপর্যস্ত অবস্থায় নেতাকর্মীদের দাবী আওয়ামী লীগকে শক্তিশালী করতে দলকে পরিশীলিত করতে হবে ।গনতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে গঠন তন্ত্রের পরিবর্তন আনতে হবে ।যেমন একজন দুই মেয়াদের বেশী এক পদে থাকতে পারবেন না এবং এক রাজনৈতিক দলের সহযোগী অংগ সংগঠন এর একাধিক পদে থাকতে পারবেন না ।কেন্দ্রীয় কমিটি জেলা অনুমোদন দিবেন,ও তদারকি করবেন জেলা শাখা উপজেলা ও সিটি কমিটি অনুমোদন দিবেন ও তদারকি করবেন ,উপজেলা কমিটি ইউনিয়ন কমিটি অনুমোদন দিবেন ও তদারকি করবেন এবং ইউনিয়নে কমিটি ওয়াড কমিটি অনুমোদন দিবেন এবং তদারকি করবেন ।নিয়ম নীতি মেনে গনতন্ত্রের মাধ্যমে সকল শাখায় নেতানিবাচন করতে হবে বলে সাধারণ কর্মীদের দাবি ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন