নিউইয়র্কে বরেণ্য রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

 হাকিকুল ইসলাম খোকন,  নিউইয়র্কে গভীর শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পার্লামেন্টারিয়ান, সাবেক মন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, বরেণ্য রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তের অষ্টম মৃত্যুবার্ষিকী । দেশবরেণ্য এ রাজনীতিবিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত  ৮ ফেব্রুয়ারী ২০২৫,শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন চাইনিজ পার্টি হলে এক স্মরণ সভার আয়োজন করে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ, যুক্তরাষ্ট্র।
সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সভাপতি রুহেল চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায়  প্রধান আলোচক ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা ও দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফায়েল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মূলধারার রাজনীতিক  ডক্টর দিলীপ নাথ।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল, বিশিষ্ট সাংবাদিক সিতাংশু গুহ, কবি ফকির ইলিয়াস, টেক্সাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহিম নেহাল, টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, বিশিষ্ট সাংবাদিক মাহবুবুর রহমান, পার্ক ভিউ মেডিকেল কলেজের পরিচালক দেবাশীষ দে , যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, দিলীপ দে,ঝিলাম চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্রের আহ্বায়ক কাজল মাহমুদ, বিশিষ্ট সংগীত শিল্পী বাপ্পি সোম,ফোবানা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম কলিন্স, কবি ফারহানা ইলিয়াস তুলি, গৌতম দে,নুপুর দে, বিজু পুরকায়স্থ,বিপ্লব পাল, অমিত জী বাণিয়া, বাবুল চন্দ, জাকির চৌধুরী,সুমন মাহমুদ, তৌকির হোসেন প্রমুখ।

সভায় বক্তারা জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের আদর্শিক রাজনীতিকে অনুসরণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি কোনদিন আদর্শিক রাজনীতি থেকে বিচ্যুত হননি।
বক্তারা আরো বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত সারা জীবন সাম্য ও মানবতার জয় গান গেয়েছেন। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন। বাংলাদেশের আজকের এই ক্রান্তিলগ্নে একজন দেশপ্রেমিক সুরঞ্জিত সেনগুপ্তের খুবই অভাব। সুতরাং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সৎ,যোগ্য ও দেশপ্রেমিক রাজনীতিবিদদেরকে দিয়ে দেশ পরিচালনা করতে হবে।    আলোচনা সভার শুরুতে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, “৭৫ এর ১৫ই আগষ্ট, ২০০৪এর ২১শে আগস্ট, “৭৫ এর ৩রা নভেম্বরের নিস্ঠুর হত্যাকান্ড এবং স্বৈরাচার বিরোধী এবং  সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের  প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন