মা-বাবাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করায় ইউটিউবারের বিরুদ্ধে মামলা

gbn

ডার্ক জোকস বলতে গিয়ে এক অশালীন মন্তব্যের কারণে পাবলিক রোষানলের শিকার হয়েছেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। মজার ছলে যে এমন ভয়ংকর মন্তব্য করে বসবেন, যেন কেউ ভাবতেও পারেননি। এক শোতে হাজির হয়ে তার ডার্ক হিউমারের অর্থে অত্যন্ত নিম্নমানের মন্তব্য ঘিরে চলছে ব্যাপক সমালোচনা।  

সম্প্রতি রণবীর যে ধরনের মন্তব্য করেছেন বিশেষ করে মা-বাবার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক এবং তাদের যৌন মিলন তুলে কথা বলেছেন, তাতেই বেশির ভাগ খেপে আগুন।

 

 

এমনকি জানা যাচ্ছে, এই শো এবং রণবীর সময়ের বিরুদ্ধে মামলা করার পর মুম্বাই পুলিশ খার স্টুডিওতে উপস্থিত হন। নেতা মন্ত্রী থেকে আন্দোলনকারী সবাই সেই প্রসঙ্গে ধিক্কার জানিয়েছেন। জানা যাচ্ছে, এক অ্যাক্টিভিস্ট মুম্বাইয়ের বান্দ্রা কোর্টে সময় এবং রণবীরের নামে মামলা করেছেন। তিনি অভিযোগ করেছেন, এরা মজার নামে কন্টেন্টের নামে অশ্লীলতা এবং নিম্নমানের তথ্য ছড়াচ্ছেন।

 

এক শোতে হাজির হয়ে রণবীর এক প্রতিযোগীকে বলে বসেন, তুমি তোমার মা-বাবার মধ্যে যৌন মিলন দেখতে চাও সারা জীবনের জন্য? নাকি সেখানে অংশগ্রহণ করেন প্রথম দিনই সেটা বন্ধ করতে চাও? এই মন্তব্যের জেরে রণবীরের ভয়ংকর পরিস্থিতি।

এরপর তোপের মুখে নিজের ভুল বুঝতে পেরে রণবীর এক ভিডিওর মাধ্যমে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘আমার মন্তব্যটা শুধু ভুল নয়, বরং এটা হাসির বিষয়ক একেবারেই ছিল না। আমি শুধু সবার কাছে ক্ষমা চাইছি।

অনেকেই আমায় জিজ্ঞেস করেছেন যে আমি সত্যিই এভাবে আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম ব্যবহার করতে চাই কি না। কিন্তু একেবারেই এভাবে আমি আমার প্ল্যাটফরমকে ব্যবহার করতে চাই না। যেটা ঘটেছে, তার জন্য কোনো জাস্টিফিকেশন দেওয়ার অর্থই নেই। আমি ভুল করেছি এবং আমি ক্ষমা চাইছি। আমার দোষ ছিল।

পডকাস্ট সবাই দেখেন। আর আমি সেই সব প্ল্যাটফরমে পরিবার নিয়ে মন্তব্য করব, এমন ইচ্ছা খুব কমই থাকে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন