নৈশ আসরে গিয়ে কর্মকর্তা হারালেন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি

gbn

জাপানের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সহকর্মীদের সঙ্গে রাতের এক আয়োজনে অংশ নেওয়ার সময় গুরুত্বপূর্ণ নথি হারিয়েছেন। নথিতে ১৮৭ জন সন্দেহভাজন মাদক চোরাকারবারির ব্যক্তিগত তথ্য ছিল। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা গত ৬ ফেব্রুয়ারি ইয়োকোহামায় পাঁচ ঘণ্টাব্যাপী ওই আয়োজনে অংশ নিয়ে ৯ গ্লাস বিয়ার পান করেন বলে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি অন্য একটি শহর সুমিদায় বাড়ি ফেরার ট্রেন থেকে নামার পর বুঝতে পারেন, তার ব্যাগটি হারিয়ে গেছে।  

 

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয় এই ঘটনায় ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছে এবং এটিকে ‘জনসাধারণের বিশ্বাসের ওপর গুরুতর আঘাত’ হিসেবে অভিহিত করেছে।  

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, হারিয়ে যাওয়া ব্যাগে থাকা নথিতে ১৮৭ জন সন্দেহভাজন মাদক চোরাকারবারি ও গাঁজা বীজ সংগ্রহকারীর নাম ও ঠিকানা অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়া ওই ব্যাগে কর্মীর ব্যবহৃত অফিসের ল্যাপটপও ছিল, যাতে তার ব্যক্তিগত তথ্য সংরক্ষিত ছিল।

 

কাস্টমস ও শুল্ক ব্যুরোতে কর্মরত ওই কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি বলে এনএইচকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার জাপানের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করলেও, দেশটিতে সরকারি ছুটির দিন হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

বিবিসির তথ্য অনুসারে, জাপানে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে মদের ভূমিকা রয়েছে, যেখানে ব্যাবসায়িক আলোচনা ও কঠিন বিষয়গুলো বিয়ার ও সাকে (জাপানি মদ) পান করার সময় তুলনামূলক সহজ পরিবেশে আলোচিত হয়।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন