মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি || যুক্তরাজ্যের লন্ডনে লকডাউনবিরোধী বিক্ষোভ থেকে দেড় শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ২৮ নভেম্বর শনিবার লন্ডনে এই বিক্ষোভে অংশ নেন বহু মানুষ। এত মানুষের সমাবেশে করোনার সংক্রমণ ভয়াবহ আকারে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় লকডাউন চলছে দেশটিতে। তবে লকডাউন মানতে নারাজ বিক্ষোভকারীরা। তারা মাস্ক পরবেন না, মানবেন না কোনো লকডাউন। তাদের দাবি স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়া হোক। তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হোক। এ ছাড়া করোনার টিকা দেওয়ার পক্ষেও নন তারা। বিক্ষোভকারীরা বলেন, আমি টিকা দিতে চাই না, আমার বন্ধুরাও চায় না। আমি মুক্তি চাই, আমি আমার জীবন আমার মতো করে কাটাতে চাই। করোনা বলে এখন আর কিছু নেই, সবই সরকারের ধোঁকা। অর্থনৈতিক দুরবস্থা ঢাকতে নাটক করছে সরকার। বিক্ষোভে অংশ নেওয়া কাউকেও মাস্ক পরতে দেখা যায়নি, সামাজিক দূরত্ব মেনেও বিক্ষোভে অংশ নেননি তারা। এ কারণে পুলিশ বারবার তাদের সতর্ক করে মাস্ক পরার জন্য এবং ঘরে ফিরে যাওয়ার জন্য। তবে পুলিশের কথায় কান না দিয়ে বিক্ষোভ চালিয়ে যান তারা। পুলিশের কাজে বাধা দেন অনেকে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় বিক্ষোভকারীদের। এ সময় পুলিশ আটক করে অনেক বিক্ষোভকারীকে। ব্রিটেনের চলমান লকডাউন শেষ হবে আগামী ২ ডিসেম্বর। লকডাউনের মধ্যে যেকোনো সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। এর মধ্যে এমন সমাবেশ করোনার সংক্রমণ আরও বাড়াতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। বিশাল জনসমাবেশ দেখে বোঝার কোনো উপায় নেই, যুক্তরাজ্যে প্রতিদিন করোনা শনাক্তের সংখ্যা ১৬ হাজারের বেশি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন