ভৌতিক সিনেমায় শ্রদ্ধার একক রাজত্ব!

gbn

গত বছর বলিউডের সবচেয়ে বড় ব্লকবাস্টার দিয়েছেন শ্রদ্ধা কাপুর। তার অভিনীত স্ত্রী সবচেয়ে বেশি আয়ের রেকর্ডে ছাড়িয়ে গেছে শাহরুখ খানের জওয়ান, পাঠানের মতো সিনেমাকে। এবার স্ত্রী ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির অপেক্ষায় শ্রদ্ধা। ভৌতিক সিনেমার জগতে ইতোমধ্যে নিজের অবস্থান বেশ পাকাপোক্ত করে ফেলেছেন অভিনেত্রী।

তবে চমকে দেওয়া বিষয় এই যে, আসন্ন আরো ৮টি ভৌতিক সিনেমায় দেখা যাবে শ্রদ্ধাকে!

 


 

দ্য নড ম্যাগাজিনের একটি রিপোর্টে জানা গেছে, ‘স্ত্রী ৩’ বা ‘ভেড়িয়া ২’ তো বটেই, অভিনেত্রীকে হরর কমেডি ইউনিভার্সের ৮টি সিনেমাতেই নাকি দেখা যাবে। ২০২৫ সালের জানুয়ারি মাসে চিত্র নির্মাতা দীনেশ বিজন ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের ৮টি নতুন সিনেমার কথা ঘোষণা করেছেন রিলিজ ডেটসহ। আর এই সবগুলো সিনেমাতেই থাকছেন শ্রদ্ধা!


 

২০২৫ সালে মুক্তি পাবে আয়ুষ্মান খুরানা এবং রাশ্মিকা মন্দানা অভিনীত ‘থামা’ এবং ‘শক্তি শালিনী’। এরপর আসবে ‘ভেড়িয়া ২’, ‘চামুণ্ডা’, ‘স্ত্রী ৩’, ‘মহা মুঞ্জা’, ‘পেহেলা মহাযুদ্ধ’, ‘দুসরা মহাযুদ্ধ’।

তবে সম্প্রতি একটি গুজব রটেছে যে এই প্রতিটি হরর কমেডি সিনেমায় একজন কমন থাকছেন, আর তিনি হলেন শ্রদ্ধা কাপুর।

 


 

এখন পর্যন্ত ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের ৪টি সিনেমো মুক্তি পেয়েছে। এর মধ্যে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মুঞ্জা’ সিনেমায় শ্রদ্ধা ছিলেন না। এ ছাড়া স্ত্রী, স্ত্রী ২’তে তিনি নায়িকা হিসেবে ছিলেন।

এমনকী বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া’তেও একটি গানে তাকে দেখা গিয়েছিল। আবার বরুণ ‘স্ত্রী ২’তে ক্যামিও চরিত্রে ধরা দেন। তাই ধারনা করা হচ্ছে ‘ভেড়িয়া ২’ সিনেমাতেও হয়তো আবার শ্রদ্ধার ক্যামিও থাকবে। ‘স্ত্রী ৩’-এ তো তিনি থাকবেনই। কিন্তু সেই দুটো সিনেমা ছাড়াও নাকি ৮টি ভৌতিক সিনেমায় দেখা মিলবে অভিনেত্রীর।

আর এমন সংবাদে উচ্ছ্বসিত শ্রদ্ধার ভক্তরাও। এখন শুধু অফিসিয়াল ঘোষণার অপেক্ষা।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন