পরিদর্শন বন্ধের দাবি হোম  বিশ্বচরাচর  ইরানের পরমাণু স্থাপনা

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ ইরানের শীর্ষ স্থানীয় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির পরমাণু স্থাপনাগুলো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের পরিদর্শনের অনুমতি না দেয়ার দাবি জানিয়েছেন দেশটির এমপিরা।    ইরানের সব পার্লামেন্ট মেম্বাররা গত ২৯ নভেম্বর এক বিবৃতিতে এ দাবি জানান। এতে তারা বলেন, মোহসেন ফাখরিজাদেহ হত্যাকাণ্ডে ইহুদিবাদী সন্ত্রাসীদের জড়িত থাকার বিষয়টি স্পষ্ট। খবর আলজাজিরার।    ইরানি এমপিরা বলেন, ইসরাইল-যুক্তরাষ্ট্র ও তাদের দোসররা ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড করে এলেও তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। তাদের মদদেই প্রতিবেশী দেশ ইরাকের সঙ্গে দীর্ঘ আট বছর যুদ্ধ করতে হয়েছে ইরানের। ১৯৮৮ সালে শেষ হওয়া ওই যুদ্ধে ব্যাপক ক্ষতি হয়েছে দুই দেশেরই।    তারা ইসরাইলের এ সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। শান্তিপূর্ণ কাজে নিয়োজিত শীর্ষ বিজ্ঞানীকে হত্যা করার প্রতিশোধ নেয়ার আগে আর আইএইএ পরিদর্শকদের ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি না দেয়ার দাবি জানিয়েছেন দেশটির এমপিরা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন