ট্রাম্পকে ১ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছেন মাস্ক

gbn

সাবেক টুইটার ও বর্তমান এক্স-এর প্রধান ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে এক কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলা চালায় ট্রাম্পের অনুসারীরা। অভিযোগ ছিল, ট্রাম্প নির্বাচনে হার মেনে নিতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুগামীদের ওই হামলার জন্য উত্সাহিত করেছিলেন। এ কারণে টুইটার এবং ফেসবুক তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। সেসময় টুইটারের সিইও ছিলেন জ্যাক ডরসি।

এই ঘটনার জন্য ট্রাম্প তখন টুইটার ও ফেসবুকের মূল সংস্থা মেটার বিরুদ্ধে মামলা করেছিলেন। এবার সেই মামলা মিটিয়ে নেওয়ার জন্য এক্স-এর কর্ণধার ইলন মাস্ক বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে এক কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে, মেটাও ট্রাম্পকে মামলা মিটিয়ে নেওয়ার জন্য আড়াই কোটি ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছিল।

 

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প দ্বিতীয়বারের জন্য প্রার্থী হন। কিন্তু তিনি নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হন এবং হার স্বীকার করতে অস্বীকৃতি জানান। ট্রাম্পের উসকানিতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলা চালায় রিপাবলিকান সমর্থকরা, যার ফলে ১৪০ জন পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং ১ হাজার ৪০০ জনকে গ্রেফতার করা হয়। ফেসবুক ও টুইটার ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ভুয়া তথ্য প্রচারের কারণে।

 

এর কিছুদিন পরেই টুইটার কিনে নেন ইলন মাস্ক এবং পুরোনো সিইও’কে বরখাস্ত করে নতুন টিম গঠন করেন। টুইটারকে এক্স নামকরণ করার পর কিছুদিনের মধ্যেই ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেন মাস্ক। সবশেষ মার্কিন নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় প্রায় ২০০ কোটি মার্কিন ডলার খরচ করেছেন মাস্ক এবং ট্রাম্পও মাস্কের প্রশংসা করেছেন বারবার।

 

ইলন মাস্ক এখন ট্রাম্প প্রশাসনের সরকারি কার্যক্রম বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন।

 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন