নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের তাতীকোনা গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও সাবেক ছাত্রনেতা আফজাল হোসেন’কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
সম্প্রতি গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় এ অভিনন্দন জানান বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, যুক্তরাজ্য যুবদলের নব-নির্বাচিত সভাপতি আফজাল হোসেন বিএনপির একজন নিবেদিত প্রাণ এবং শহীদ জিয়ার আদর্শের একজন খাঁটি ও পরিক্ষিত সৈনিক। তিনি যুক্তরাজ্যে যাওয়ার পূর্বে অত্যান্ত সুনামের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বনাথ উপজেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে ছিলেন। তাই আশাকরি তার সুযোগ্য ও দক্ষ নেতৃত্বে যুক্তরাজ্য যুবদল আরও সুসংগঠিত হয়ে দল ও দেশের কল্যাণে ভূমিকা রাখবে। কর্মীবান্ধব এমন নেতাকে সঠিক মূল্যায়ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন