সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম //
মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা মৌলভী সৈয়দ কুদরত উল্যাহ সাহেবের ১৮৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মৌলভী সৈয়দ কুদরত উল্যাহ ফাউন্ডেশন কতৃক আয়োজিত আলোচনা সভা ও দুয়া মাহফিল মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। তাজুল চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সৈয়দ সাহাবুদ্দিন আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী, লেখক ও গবেষক জনাব মুজিবুর রহমান মুজিব। এছাড়াও আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সাবেক ব্যাংক কর্মকর্তা জনাব মোস্তাক আহমদ মম, রেডিও পল্লী কন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার জনাব মেহদি হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ডাক্তার এম এ আহাদ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আজমল চৌধুরী, চ্যানেল এস ইউকের হেড অব নিউজ জনাব খালেদ চৌধুরী, সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন, সাবেক অধ্যক্ষ প্রফেসর ডঃ ফজলুল আলি, বিশিষ্ট লেখক ও গবেষক ডঃ আবু তাহের, ডাক্তার ছাদিক আহমদ সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সাংবাদিক সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ও সাংবাদিক দেওয়ান মুনাকিব চৌধুরী। আলোচকগন মৌলভী সৈয়দ কুদরত উল্যাহ সাহেবের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে মেধাবী সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সর্বশেষে সৈয়দ কুদরত উল্যাহ সাহেবের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন