দুবাইয়ে প্রবাসীদের সমস্যার কথা শুনলেন প্রধান উপদেষ্টা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক সম্প্রদায় সংযোগ কর্মসূচিতে যোগ দিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তিনি এই কর্মসূচিতে যোগ দেন।

 

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, কর্মসূচিতে প্রবাসীরা প্রধান উপদেষ্টার কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা তাদের কথা ধৈর্য সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে আশু পদক্ষেপ গ্রহণের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

 

গভর্নমেন্টস সামিট-২০২৫ এ যোগ দিতে তিনি বুধবার দুবাই পৌঁছান প্রধান উপদেষ্টা। দুবাই পৌঁছালে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমদ বেলহুল আল ফালাসি তাকে স্বাগত জানান।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে গভর্নমেন্টস সামিট-২০২৫ এর প্লেনারি সেশনে যোগ দেন। ডব্লিউজিএসের সম্মেলনস্থলে অনুষ্ঠিত প্লেনারি সেশনটি পরিচালনা করেন সিএনএনের বেকি অ্যান্ডারসন।

 

দুই দিনের সফর শেষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন