সুন্দরবন দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি:

“বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ” শ্লোগানে সুন্দরবন দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ম্যানগ্রোভ সভাঘরে সুন্দরবন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন দিবস উদযাপন কমিটির আহবায়ক কল্যাণ ব্যানাজি।

সদস্য সচিব মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রফেসর আব্দুল হামিদ,জেলা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলাল, অধ্যাপক ইদ্রিস আলী, বাসদের সংগঠক নিত্যানন্দ সরকার, জেলা গণ ফোরামের সভাপতি আলীনুর খান বাবুল, সাংবাদিক রঘুনাথ খাঁ, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, উন্নয়ন কর্মী লুইন রানা গাইন, উদিচির সাধারণ সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান,ডিবিসির সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসাইনসহ অন্যরা।

বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য মায়ের ভূমিকা পালন করে। যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগে মায়ের মত বুক পেতে দিয়ে উপক‚লকে রক্ষা করে। এছাড়া উপকুলীয় মানুষের জীবিকার একমাত্র কেন্দ্র সুন্দরবন। অথচ মানুষের অত্যাচারে সুন্দরবনের জীববৈচিত্র ধবংসের দ্বারপ্রান্তে। সুন্দরবন নির্ভর মানুষের পাশাপাশি ভ্রমনের নামের মানুষ প্লাস্টিকসহ নানা বর্জ্য সুন্দরবন এবং সুন্দরবন সংলগ্ন নদীতে ফেলে মারাত্মক ক্ষতি করছে। এখনই সুন্দরবনকে রক্ষা করা না গেলে উপকূল থাকবে না। উপকূল না থাকলে আমরাও থাকবো না। অবিলম্বে সুন্দরবন রক্ষায় সচেতনতাবৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনাসহ কার্যকরি উদ্যোগ গ্রহণের দাবি জানান বক্তারা। ##

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন