বিশ্ব ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি। ভালোবাসা ও উদযাপনের দিন হিসেবে পরিচিত দিনটি। কিন্তু দিবসটি কারো কারো জন্য অন্যরকমও হতে পারে। অনেকেই একে অপরের কাছ থেকে আলাদা হয়ে যেতে চান। বেছে নেন বিচ্ছেদের (ডিভোর্স) সিদ্ধান্ত। তাই এই দিনে যারা ডিভোর্সে ইচ্ছুক তাদের জন্য মামলার ক্ষেত্রে ডিসকাউন্টের ঘোষণা দেন এক আইনজীবী।
মূলত মিশরীয় আইনজীবী নোহা এল গেন্ডি ঘোষণা দেন, ভালোবাসা দিবসে যেসব নারীরা ডিভোর্স করতে চান তাদের জন্য ৪০ শতাংশ ডিসকাউন্ট বা ছাড়া দেওয়া হবে। আইনজীবীর এমন ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে এল গেন্ডি ফেসবুকে অফারটি শেয়ার করেছেন। লিখেছেন, ডিভোর্স মামলায় ৪০ শতাংশ ছাড়। আল্লাহ আমাদের ভালো কাজ করতে সাহায্য করুন।
তিনি বিষয়টিকে ঝামেলাপূর্ণ দাম্পত্যের অবসান ঘটাতে চাওয়া নারীদের প্রতি সমর্থন হিসেবে উপস্থাপন করেছেন।
এই ঘোষণার পরপরই অনেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ কেউ তার বিরুদ্ধে বিবাহবিচ্ছেদে উৎসাহিত করার অভিযোগ করেন। তবে অনেকে আবার এই পদক্ষেপকে বৈবাহিক সমস্যার সম্মুখীন নারীদের প্রতি সহানুভূতির অঙ্গীকার হিসেবে সমর্থন করেন।
তাছাড়া এক জবাবে এল গেন্ডি স্পষ্ট করে বলেন, এই উদ্যোগটি নতুন কিছু নয় বরং কঠিন সম্পর্কের ক্ষেত্রে নারীদের সমর্থন করার জন্য তার চলমান প্রচেষ্টার অংশ।
মিশরে মুসলিম নারীরা যদি তাদের দাম্পত্য জীবনে অসন্তুষ্ট থাকেন তাহলে তারা বিচ্ছেদের (খুলা) জন্য আবেদন করতে পারেন। তবে এক্ষেত্রে শর্ত থাকে যে তারা আর্থিক অধিকার হারাবেন এবং যৌতুক ফেরত দেবেন। এই প্রক্রিয়াটি আইনত স্বীকৃত ও আদালতের মাধ্যমে পরিচালিত হয়।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন