শেখ সাহেবকে অপমানের দায় শেখ হাসিনার : সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

গোপালগঞ্জ প্রতিনিধি : 

ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে  বিশাল এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

আজ শনিবার বিকেলে গোপালগঞ্জ পৌর মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।  

ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।  

এ সময় প্রধান অতিথি বলেন, আজ শেখ সাহেব কে (শেখ মুজিবুর রহমান)  অপমানিত করা হচ্ছে কাদের কারনে, কিসের কারনে। এর দায় দায়িত্ব কে নেবে আমরা মনে করি এর দায় দায়িত্ব  তার একমাত্র তার কন্যা শেখ হাসিনাকে গ্রহণ করতে হবে।   তার মানুষ গুলোকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারেনি। আওয়ামিলীগ কে ভালো আওয়ামিলীগ হিসেবে তৈরি করতে পারেনি।  আওয়ামিলীগ নেতাদের গুন্ডা বানিয়েছেন।  ওদের ভালো মানুষ করতে পারেনি। সব নেতাদের দোষ অন্য কারো দোষ না।

 

তিনি আরও বলেন,  শেখ হাসিনা বলেন তার পিয়ন ৬০০ কোটি টাকার মালিক।  এই টাকা সে কোথায় পেয়েছে আমার আপনার টাকা। সাধারণ মানুষের টাকা এই টাকা মেরে তারা কোটিপতি হয়েছে। আওয়ামিলীগ এভাবে দেশটাকে লুটপাট করেছে। 

 

এ সময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ,  ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মুফতি দিদারুল ইসলাম মুফতি ইয়াহিয়া মাহমুদ'সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। 

গণ সমাবেশটি পরিচালনা করেন ইসলামী আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম শেখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন