সুনামগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

জিবি নিউজ প্রতিনিধি//

সুনামগঞ্জ বাণিজ্য মেলায় ইসলাম বিরোধী কার্যকলাপের প্রতিবাদে এবং প্রশাসন কর্তৃক নির্ধারিত ১৪ ফেব্রুয়ারি এর মধ্যে মেলার কার্যক্রম শেষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাদ জুম'আ সুনামগঞ্জের পৌর শহরের ট্রাফিক পয়েন্টে সচেতন তাওহীদী জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ষোলঘর একটি আবাসিক এলাকা, এখানে স্কুল-মাদ্রাসা-মসজিদ রয়েছে। এখানে কোনোভাবেই বাণিজ্য মেলা কাম্য নয়। প্রতি বছর মেলার আড়ালে চলে অশ্লীল নৃত্য, মাইক ও উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানোয় আশপাশে বাসিন্দারা অতিষ্ট হয়ে উঠেছে। এছাড়াও সড়কে জ্যাম লাগে, চলাচলের পথ বন্ধ হয়ে যায়। এলাকার পরিবেশও বিনষ্ট হচ্ছে। 

 

 

তারা বলেন, এখানে মেলা হলে ষোলঘর, আলীপাড়া, বনানীপাড়া, বলাকা, বিলপাড়, মোহাম্মদপুরসহ আশপাশ এলাকার বাসিন্দারা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আওয়ামীলীগের দোর ও বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের মামলার আসামী যুবলীগ নেতা কিভাবে মেলা করার সাহস পেয়েছে? আমরা শুরু থেকে মেলার বিরুদ্ধে আন্দোলন করে আসছি তবুও সুনামগঞ্জ জেলা প্রশাসক আমাদের দাবিকে তোয়াক্কা না করে মেলার অনুমোদন দিয়েছেন। এলাকার হাজার হাজার মানুষের দাবি তিনি রাখেন নি। আজ ১৪ ফেব্রুয়ারি মেলার মেয়াদ শেষ, আমরা আবারও দাবি নিয়ে দাড়িয়েছি আজ যেনো মেলা বন্ধ করা হয়, আর একদিনও মেলার সময় বাড়ানো হলে আমরা কঠোর আন্দোলনের ডাক দিবো, হবে ট্রাফিক পয়েন্ট থেকে লং মার্চ টু মেলা। 

 

 

মাওলানা মুফতি আব্দুল হকের সভাপতিত্বে ও মাওলানা আরিফ রব্বানীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদানিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়েখ আব্দুল বছির, শহরের পূর্ব বাজার মসজিদের ইমাম মাওলানা আবু সাইদ, তেঘরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা বদরুল আলম, কাজির পয়েন্ট মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস আহমদ, ষোলঘর শাহ  আছদ আলী পীর হাফেজিয়া মাদরাসার পরিচালক হাফিজ মুশাহিদ আলী, আলহেরা মাদরাসার শিক্ষক মিজানুর রহমান, ব্যবসায়ী হাফিজ ত্বাহা হোসাইন, ব্যবসায়ী মাহবুব খান, ব্যবসায়ী মাওলানা সাব্বির আহমদ, ষোলঘরের বাসিন্দা লুৎফুর রহমান, ব্যবসায়ী হুমায়ুন আহমদ, মাওলানা সুলাইমান জাবেরি, মাওলানা নাসরুজ্জমান, শহিদুল ইসলাম প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন