অনুরাগীদের জন্য খবর দিলেন টালিউড সুপার স্টার পরমব্রত চট্টোপাধ্যায়। শিগগির বাবা হতে যাচ্ছেন এ অভিনেতা। পরমব্রত ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তার স্ত্রী পিয়া চক্রবর্তী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসকেরা জানিয়েছেন, সব ঠিক থাকলে জুন মাসে তাদের সন্তান পৃথিবীর আলোর মুখ দেখবে।
সম্প্রতি পিয়ার মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এ প্রসঙ্গে প্রিয়া বলেন, ‘গুঞ্জন আকারে ছড়িয়ে পড়া খবর আমার কানেও এসেছে। শুক্রবার (১৪ ফ্রেব্রুয়ারি) প্রতিদিনের মতোই বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম আমরা। তারপর চিকিৎসকের কাছে যাই। নিয়মিত পরামর্শ নেওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। বাড়ি ফিরে ঠিক করি, এবার জানানোর সময় এসেছে।’ আজ (১৫ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় এ খুশির খবর ভাগ করে নেন।
বাবা হতে যাওয়ার বিষয়টি নিয়ে পরমব্রত অবশ্য মুখ খোলেননি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নির্মিত-অভিনীত সিনেমা ‘এই রাত তোমার আমার’। সিনেমার প্রচারের পাশাপাশি সমান তালে হবু মায়ের যত্ন নিচ্ছেন বলে জানিয়েছেন পিয়া।
পরমব্রত চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত
প্রযোজক-নির্মাতা-অভিনেতা পরমব্রত তাহলে এখন পাকা সংসারী হয়েছেন? এমন প্রশ্ন করলে পিয়া বলেন, ‘পরম বরাবর খুবই সংসারী। হয়তো ওকে দেখে সেটা বোঝা যেত না। আমি কিন্তু ওকে ও ভাবেই পেয়েছি।’ এখনই কাজের ব্যস্ততা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন না তিনি। পাশাপাশি নিজেকে প্রস্তুত করেছেন। পরমব্রতের পাশাপাশি পিয়ার মা-ও পিয়াকে দেখভাল করছেন।
বিভিন্ন ধরনের গুঞ্জন আর প্রেমের গল্প শেষে গত বছর ২৭ নভেম্বর বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায়। অনেকদিন থেকেই তার সম্পর্কের কথা শোনা যাচ্ছিল পিয়া চক্রবর্তীর সঙ্গে।
অনুরাগীদের সঙ্গে বাবা-মা হওয়ার সংবাদ শেয়ার করেছেন পরমব্রত-পিয়া
পরমব্রতকে ইন্ডাস্ট্রিতে বলা হত ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’। বিয়ের খবর প্রকাশ হলে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় ওঠে। পরমব্রতর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ইকা নামের এক বিদেশিনির সঙ্গে। তার সঙ্গেই বিয়ের কথা ছিল পরমব্রতর। তবে করোনাকালে এ সম্পর্কে ছেদ পড়ে। সেই কথাও নিজের মুখেই স্বীকার করেছিলেন পরমব্রত।
তবে পিয়ার সঙ্গে সম্পর্ককে চিরকালই ভীষণ গোপনে রেখেছিলেন পরমব্রত। এর কারণ অবশ্য অনেকগুলো। পিয়া সংগীতশিল্পী অনুপম রায়ের সাবেক স্ত্রী। অনুপমের সঙ্গে পিয়ার বিচ্ছেদের কারণ হিসেবে, অনেকেই তুলে ধরেছিলেন পরমব্রত ও পিয়ার সম্পর্ককে। তবে সেই সময়ে এ গুঞ্জনকে গুরুত্ব দিতে নারাজ ছিলেন পরমব্রত ও পিয়া দুজনেই।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন