সিনেমাটিকে ভাবা হচ্ছে চীনের চলচ্চিত্র শিল্পের উন্নতির প্রতীক। দেশটির গর্বের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে এটি। চীনের ইতিহাসে আয়ের সব রেকর্ড ভেঙে ১৪০ কোটি ডলারেরও বেশি আয় করে সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমা হয়ে উঠেছে জিয়াওজি পরিচালিত ‘নে ঝা ২’। পা ফেলেছে বিশ্বের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেডে সিনেমা হওয়ার পথেও।
কী এমন আছে সিনেমাটিতে, কেনইবা এই সিনেমা নিয়ে এত উত্তেজনা চীনে- এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব চলচ্চিত্রজুড়ে। জানা গেছে, অ্যানিমেটেড এই সিনেমায় উঠে এসেছে চাইনিজ পুরাণ রুপকথার গল্প। এক সাধারণ বালকের জাদুকরী শক্তির অধিকারী হয়ে দানবদের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনি আছে এতে। সেই বালকের নাম নে ঝা। দেশটিতে তুমুল জনপ্রিয় একটি কাল্পনিক চরিত্র এটি। মূলত বহুল প্রচলিত গল্প ও জনপ্রিয় এই চরিত্রটিই চীনের সবশ্রেণির দর্শককে এক সূতোয় গেঁথে দিয়েছে।
সেইসঙ্গে পুরনো ও চেনা জানা গল্পকে নতুন আঙ্গিকে পর্দায় তুলে ধরার অনন্য মুন্সিয়ানা, রোমাঞ্চ, রহস্য, অ্যাকশনে ভরপুর দৃশ্যগুলো দর্শককে বারবার সিনেমাটি দেখতে উৎসাহ দিচ্ছে। বিভিন্ন গণমাধ্যম বলছে, চীনের প্রায় সকল সিনেপ্লেক্সেই উপচে পড়ছে ভিড়।
হলিউডভিত্তিক গণমাধ্যম ডেডলাইন এর প্রতিবেদন অনুযায়ী, ‘নে ঝা ২’ সিনেমার চিত্রনাট্য এবং দুর্দান্ত ভিজ্যুয়াল ইফেক্ট দর্শককে মুগ্ধ করে রাখে। একবার দেখার পর আবার দেখার আগ্রহ জাগায়। তরুণরা সিনেমাটি খুবই উপভোগ করছে।
এই সিনেমাটি চন্দ্র নববর্ষের ছুটির এক সপ্তাহেই প্রায় ১.১ বিলিয়ন (১১০ কোটি) ডলার আয় করেছে। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আয়ের রিপোর্ট পাওয়া গেছে ১৪০ কোটি ডলারেরও বেশি। এটি শুধু চীনের বক্স অফিসে নতুন রেকর্ডই সৃষ্টি করেনি বরং চীনের প্রথম সিনেমা হিসেবে একক কোনো বাজারে ১ বিলিয়ন ডলার আয় করার মাইলফলকও অর্জন করেছে।
দীর্ঘদিন ধরেই সিনেমার বিশাল বাজার রয়েছে চীনের। কিন্তু নানা কারণেই সাফল্যে হলিউডের তুলনায় পিছিয়ে আছে তারা। তবে এগিয়ে যাওয়ার স্বপ্নযাত্রায় দুর্দান্ত এক অর্জন হয়ে এসেছে ‘নে ঝা ২’। ছবিটি সারাবিশ্বের অ্যানিমেটেড সিনেমা হিসেবে সর্বোচ্চ আয়ের তালিকায় তৃতীয় অবস্থানে পৌঁছেছে। তার সামনে এখন আপাতত আছে কেবল ‘মোয়ানা ২’।
দেশীয় বক্স অফিসে ব্যাপক সফলতা অর্জনের পর ‘নে ঝা ২’ চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি চীনের ইতিহাসের গন্ডি পেরিয়ে বিশ্ব চলচ্চিত্রেও সেরা আয়ের সিনেমা হয়ে উঠতে যাচ্ছে বলেও মনে করছেন সিনেমা বিশ্লেষকরা।
২০১৯ সালে মুক্তি পায়া প্রথম পর্ব ‘নে ঝা’। সেটিও বিশাল সাফল্য পেয়েছিল। ৭২৫ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে চীনের সর্বকালের পঞ্চম সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তালিকায় নাম লিখিয়েছিল সিনেমাটি। তবে ৬ বছর পর ছবিটির সিক্যুয়েল ‘নে ঝা ২’ এখন চীনের বক্স অফিসে সাফল্যের সব রেকর্ড নিজের করে নিয়েছে। এতদিন সর্বোচ্চ আয়ের তালিকার শীর্ষে ছিল ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ব্যাটল অভ লেক চ্যাংজিন সিনেমা। ১৯৫০ সালের কোরিয়া যুদ্ধ নিয়ে নির্মিত সেই চলচ্চিত্রটি প্রায় ৯০০ মিলিয়ন ডলার আয় করেছিল।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন