অনেক দিন ধরেই কাজ থেকে দূরে ছিলেন অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। তবে বছর শুরুর প্রথমদিনেই একটি গুঞ্জন শোনা গিয়েছিল। অবশেষে ইলিয়ানা নিজেই জানালেন গুঞ্জনটি সত্যি ছিল এবং এটি তার অনুরাগীদের জন্য সুখবর।
ইলিয়ানার ইনস্টাগ্রাম পোস্ট দেখে অনেকেই আন্দাজ করেছিলেন যে, দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন এ অভিনেত্রী। তবে তখন তিনি এ নিয়ে কিছু মন্তব্য করেননি। গুঞ্জনকে সত্যি করেই এবার অভিনেত্রী জানালেন যে, তিনি অন্তঃসত্ত্বা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ইলিয়ানা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কুরকুরের প্যাকেটের সঙ্গে অ্যান্টাসিডের ছবি শেয়ার করেন। ছবি নিচে ক্যাপশনে লেখা, ‘মুখে না বলে বোঝাও যে তুমি প্রেগন্যান্ট’। এ নিয়ে স্পষ্ট করলেন যে, তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন।
দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন ইলিয়ানা। ছবি: সংগৃহীত
এর আগে ইলিয়ানা তার অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে ২০২৪ সালের ১২ মাস কেমন কেটেছে, তার ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন ইলিয়ানা। বছরের অধিকাংশ সময় কেটেছে প্রথম সন্তানকে নিয়ে। কিন্তু ভক্তদের চোখ আটকেছে অক্টোবর মাসে। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ভেসে উঠেছে প্রথম সন্তান কোয়ার ছবি। নানা আদুরে মুহূর্ত সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর মাসের ঝলকে দেখা যাচ্ছে, ইলিয়ানার হাতে ‘প্রেগন্যান্সি টেস্ট কিট’। সেই থেকেই শুরু হয় অনেকে অনুমান করতে শুরু করে যে অভিনেত্রী অন্তঃসত্ত্বা।
২০২৩ সালে লোকচক্ষুর আড়ালে ইলিয়ানা তার প্রেমিক মাইকেলকে বিয়ে করেন। সেই বছরের এপ্রিলেই তিনি তার প্রথম প্রেগন্যান্সির কথা প্রকাশ্যে আনেন। এ খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই রীতিমতো চমকে ওঠে অভিনেত্রীর অনুরাগীরা।
ইলিয়ানাকে শেষ দেখা গিয়েছিল ‘দো অউর দো পেয়ার’। শিরশা গুহ ঠাকুরতা নির্মিত এটি একটি রোমান্টিক কমেডি সিনেমা। এতে বিদ্যা বালান, প্রতীক গান্ধী এবং সেনধিল রামামূর্তিকেও দেখা গিয়েছিল। যদিও বক্স অফিসে সিনেমাটি মোটেই ভালো করতে পারেনি।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন