সুনামগঞ্জ প্রতিনিধি:-
সুনামগঞ্জের হত-দরিদ্র পরিবারের সদস্যদের সদস্যদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্দ্যাগে কুরবান নগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই ছাগল বিতরণ করা হয়।
ওয়ার্ল্ড ভিশন কানাডা (গিফট ক্যাটালগ ফান্ডের) সহযোগিতায় সুনামগঞ্জের কুরবাননগর ও ওয়েজখালীর ২শ ৩৩ জন হত-দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ছাগল তুলে দেওয়া হয়েছে।
এসময় উপস্তিত ছিলেন,প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.মান্না রায়,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বুরহান উদ্দিন,ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জের এপি ম্যানেজার স্টিপ তাপস চিসিম,লাইভলিহুড টেকনিক্যাল স্পেলাশিস্ট সিলেট মো.হুমায়ুন কবির,প্রোগাম অফিসার দীপক বৈরাগী, কুরবান নগর ইউপি সদস্য আব্দুল কাইয়ুম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ওয়ার্ল্ড ভিশন অসহায় পরিবারের মধ্যে স্বচ্ছতা ফিরাতে সেবামূলক কাজ করে যাচ্ছে। হাঁস-মুরগি ছাগল গরু বিনামূল্যে বিতরণ করছে। সঠিক ভাবে।ছাগল পালন করলে আর্থিকভাবে লাভবান হতে পারবেন সকলেই।##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন