জিবি নিউজ প্রতিনিধি//
লন্ডনের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি থেকে ভাইস-প্রিন্সিপাল আশরাফ খানের নেতৃত্বে ২০ জন শিক্ষার্থী বাংলাদেশে শিক্ষা সফরে এসেছেন। সফরের অংশ হিসেবে আজ তারা সিলেট নগরীর রাইজ স্কুল পরিদর্শন করেন।
সফরকালে শিক্ষার্থীরা রাইজ স্কুলের শিক্ষা কার্যক্রম, ব্যবস্থাপনা ও সাংস্কৃতিক পরিবেশ ঘুরে দেখেন। পাশাপাশি তারা শ্রেণিকক্ষে বসে ক্লাসের অংশ নেন এবং উভয় দেশের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় হয়। এ সময় তারা রাইজ স্কুলের শিক্ষকদের পাঠদানের কৌশল গভীর মনোযোগ দিয়ে অনুসরণ করেন এবং তা থেকে অনেক কিছু শেখার সুযোগ পান।
শিক্ষাসফরের অংশ হিসেবে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির শিক্ষার্থীরা রাইজ স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে একটি প্রীতি ভলিবল ম্যাচে অংশ নেন। খেলা শেষে শুভেচ্ছা বিনিময় ও স্মারক উপহার দেওয়া হয়, যা দুই দেশের শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধনকে আরও সুদৃঢ় করেছে।
উল্লেখ্য, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির শিক্ষার্থীরা প্রতি বছর বিভিন্ন দেশে শিক্ষা সফরে অংশ নিয়ে থাকেন। এবছর তারা বাংলাদেশকে শিক্ষা সফরের গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন। মূলত, বাংলাদেশে শিক্ষার্থীরা কীভাবে পড়াশোনা করে, শিক্ষকদের পাঠদান পদ্ধতি এবং স্থানীয় সংস্কৃতি সম্পর্কে সরাসরি জানাই এই সফরের মূল উদ্দেশ্য।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফয়সাল আহমেদ চৌধুরী, চেয়ারম্যান, রয়েল এডুক্যার লিমিটেড মিসেস ফারজানা করিম, প্রিন্সিপাল, রাইজ স্কুল, মিসেস রুশিনা চৌধুরী, সেন্টার হেড, ইউরোকিডস।
এই সফর উভয় দেশের শিক্ষার্থীদের জন্যই দারুণ একটি অভিজ্ঞতা হিসেবে চিহ্নিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন