ম্যাখোঁর নেতৃত্বে আজ জরুরি বৈঠকে বসছেন ইউরোপীয় নেতারা

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর নেতৃত্বে আজ সোমবার জরুরি বৈঠকে বসছেন ইউরোপ মহাদেশের শীর্ষ নেতারা। ইউরোপকে ছাড়াই ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া শান্তি আলোচনা শুরু করবে, এমন উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে। খবর এএফপি ও বিবিসির।

ইউরোপীয় দেশগুলো আশঙ্কা করছে, হোয়াইট হাউস এমন একটি চুক্তি করতে পারে, যা ইউরোপের নিরাপত্তার জন্য ক্ষতিকর।

তাই তারা একজোট হতে চাইছে।

 

প্যারিসে অনুষ্ঠেয় জরুরি সম্মেলনের বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেন, ইউক্রেন যুদ্ধের তিন বছর ঘনিয়ে আসায় সোমবার গুরুত্বপূর্ণ ইউরোপীয় দেশগুলোর নেতাদের নিয়ে বৈঠক করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

গতকাল ফরাসি সম্প্রচারমাধ্যমে ফ্রান্স ইন্টার রেডিওকে বারো বলেন, ইউরোপের নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য প্রধান ইউরোপীয় দেশগুলোকে একত্রিত করবেন প্রেসিডেন্ট ম্যাখোঁ। যদিও বৈঠকে কোন কোন দেশের নেতারা অংশ নিচ্ছেন, তা স্পষ্ট করেননি তিনি।

 

তবে একটি ইউরোপীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৈঠকে ফ্রান্স ছাড়াও যুক্তরাজ্য, জার্মানি, পোল্যান্ড, ইতালি, ডেনমার্ক এবং ন্যাটোর প্রধান মার্ক রুটা ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ফন ডার লিয়েনের অংশগ্রহণের কথা রয়েছে। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈঠকে অংশ নিতে পারেন।

এদিকে শান্তি আলোচনা শুরুর জন্য আগামী কয়েকদিনের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরবে রুশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে আলোচনা করেন।

 


 

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তাকে এই আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়নি। তিনি বরাবরই বলে আসছেন, ইউক্রেনের বিষয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কোনো দ্বিপক্ষীয় চুক্তি তিনি মেনে নেবেন না।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন