রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:-শনিবার ১৫ ই ফেব্রুয়ারি বিকেল ৩ ঘটিকায় মৌলভীবাজার শহরের সৈয়দ সিকান্দার আলী রোড, আদি এন্ড আরিয়ান শপিং সিটির নিচ তলায় টপটেন ট্রেইলার্স এর পাশে লিবাস পয়েন্ট এর শরুম উদ্বোধন হয়েছে।
উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেনশায়েখ মাওলানা আব্দুর রহিম সাহেব, মাওলানা ফখরুল ইসলাম সাহেব,ক্বারী দিলওয়ার হোসেন চৌধুরী, লিবাস পয়েন্ট এর সত্বাধিকারী হাফেজ জুবায়ের আহমেদ ও মাহমুদ চৌধুরী সহ শহরের বিশিষ্ট মুরব্বীয়ানে কেরামদের উপস্থিতিতে মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে লিবাস পয়েন্ট এর শুভ উদ্বোধন করা হয়।
লিবাস পয়েন্ট এর স্বাধিকারী হাফেজ জুবায়ের আহমেদ বলেন আমাদের শরুমে আপনারা পাচ্ছেন উন্নতমানের দেশি-বিদেশি পাঞ্জাবী-পাজামা, জোব্বা, বোরকা,আবায়া,হিজাব, থ্রী-পিস,উন্নতমানের দেশি-বিদেশি আতর ও সুন্নাহ সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা সবাই আমাদের শরুমে আমন্ত্রিত।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন