ঝড় তুলেছে ক্যাপ্টেন আমেরিকা

gbn

অবশেষে মুক্তি পেয়েছে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ ছবিটি। অনেক প্রত্যাশা ছিল সিনেমাটি নিয়ে। সেই প্রত্যাশা কতোটা পূরণ হলো? খোঁজ নিয়ে দেখা গেল, বক্স অফিসে শক্তিশালী সূচনা করেছে ছবিটি। চার দিনের ভ্যালেন্টাইনস ডে ও প্রেসিডেন্টস ডে উইকএন্ডে যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলার আয় করেছে।

বলা হচ্ছে এই আয় প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। আর আন্তর্জাতিক বাজারে সিনেমাটি ৯২.৪ মিলিয়ন ডলার আয় করেছে। যার ফলে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১৯২.৪ মিলিয়ন ডলারে। সূত্র হলিউড রিপোর্টার।

 

তবে বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমাটি বি- সিনেমাস্কোর পেয়েছে যা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ইতিহাসে সবচেয়ে খারাপ গ্রেড। কিন্তু বক্স অফিসে বড় সাফল্যে সেই গ্রেডের আলোচনা চাপা দিতে পেরেছেন ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে অভিনয় করা অ্যান্টনি ম্যাকি।

সিনেমাটি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টস ডে ছুটির দিনে অন্যতম সেরা ওপেনিংয়ে নাম লিখিয়েছে। সেইসঙ্গে ২০২৫ সালের সবচেয়ে বড় ওপেনার হিসেবেও শীর্ষে পৌঁছালো ছবিটি। রটেন টমেটোজে ছবিটির অডিয়েন্স স্কোর ৮০%।

 

জুলিয়াস অনাহ পরিচালিত ছবিটিতে ক্যাপ্টেন আমেরিকা বা স্যাম উইলসনের চরিত্রে দারুণ অভিনয় করেছেন অ্যান্টনি ম্যাকি। হ্যারিসন ফোর্ড প্রেসিডেন্ট থ্যাডিয়াস ‘থান্ডারবোল্ট’ রসের চরিত্রে মুগ্ধতা ছড়িয়েছেন।

ছবিটি কৃষ্ণাঙ্গ দর্শকদের মধ্যে বেশি আগ্রহ তৈরি করেছে বলে দাবি করছে হলিউড রিপোর্টার। আর পুরুষ ও নারী দর্শকদের মধ্যে ৬২% পুরুষ এবং ৪৮% মহিলা সিনেমাটি উপভোগ করছেন।

একই সময়ে মুক্তি পাওয়া আরও কিছু সিনেমার বক্স অফিস খবর অনুযায়ী সবার শীর্ষে আছে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। এছাড়া ‘প্যাডিংটন ইন পেরু’ চার দিনের উইকএন্ডে আনুমানিক ১৬ মিলিয়ন ডলার আয় করেছে এবং ‘ডগ ম্যান’ আয় করেছে ১২.৫ মিলিয়ন ডলার। চাইনিজ অ্যানিমেটেড সিনেমা ‘নে ঝা ২’ আমেরিকান রিলিজে ৮.৩ মিলিয়ন ডলার আয় করেছে।

 

এদিকে ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়া টিমোথি শ্যালামেট অভিনীত বব ডিলানের বায়োপিক ‘এ কমপ্লিট আননোন’ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৭০ মিলিয়ন ডলার আয় করেছে। এই ছবির ভবিষ্যতও খুব উজ্জ্বল বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন