গত জানুয়ারির শেষ দিকে সান্তোসে ফেরার পর, নেইমার অবশেষে তার বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন স্মরণীয় করে তুললেন। রোববার সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে আগুয়া সান্তার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এই গোল নেইমারের জন্য স্বস্তির, কারণ সান্তোসে ফিরে আসার পর এটি তার প্রথম গোল, যখন তার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছিল।
৩৩ বছর বয়সী নেইমারের পেনাল্টি থেকে পাওয়া গোল পুরোটাই তার কৃতিত্বে। তিনিই আক্রমণ সূচনা করেন এবং প্রতিপক্ষের বক্সে ফাউল আদায় করেন। এরপর তার স্বভাবসুলভ থেমে শুরু করা দৌড়ের মাধ্যমে ১৪তম মিনিটে গোলরক্ষককে বোকা বানিয়ে স্কোরলাইন খোলেন।
এই গোলের মাধ্যমে নেইমার সান্তোসের হয়ে ২৩৪ ম্যাচে ১৩৯ গোলের মাইলফলকে পৌঁছান। ২০১৩ সালে এই ক্লাব ছেড়ে ইউরোপের ফুটবলে পা রাখার পর এটি তার প্রথম গোল। এর আগে, ২০২৩ সালের ৩ অক্টোবর সৌদি ক্লাব আল-হিলালের হয়ে তিনি শেষবারের মতো গোল করেছিলেন।
সৌদি লিগে এক বছরেরও বেশি সময় ধরে মাত্র সাত ম্যাচ খেলতে পেরেছিলেন নেইমার। চোটের ধাক্কায় তার পারফরম্যান্সও ক্ষতিগ্রস্ত হয়। সবমিলিয়ে ৫০২ দিন পর গোল পেলেন নেইমার।
রোববারের ম্যাচে শুধু গোলই নয়, একটি অ্যাসিস্টও করেন নেইমার, যা সান্তোসে ফেরার পর চার ম্যাচে তার প্রথম অ্যাসিস্ট। তার দল ম্যাচটি ৩-১ গোলে জিতে নেয়।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন