কিয়ামতের দিন যে পাঁচটি প্রশ্নের উত্তর না দিলে রক্ষা নেই!

হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

 

কিয়ামতের দিন এক এক করে আমাদের জীবনের প্রতিটি কাজের হিসাব নেয়া হবে, আর সেই হিসাবের ওপর নির্ভর করবে আমাদের পরকাল। আল্লাহ তাআলা কোরানে স্পষ্টভাবে বলেছেন, “তোমরা যা কিছু করো, আল্লাহ তা জানেন” (সূরা আল-হাদিদ, আয়াত ১৮)। সেই দিন, প্রতিটি মানুষের সামনে উপস্থিত হবে তার আমলনামা, আর সেই আমলনামার ভিত্তিতেই তাকে স্বীকৃতি বা শাস্তি দেয়া হবে। তবে, সেই কঠিন দিনটিকে সামনে রেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সতর্ক করেছেন। তিনি বলেছেন, কিয়ামতের দিন পাঁচটি বিশেষ প্রশ্নের উত্তর না দিলে কোনো ব্যক্তি এক পা পর্যন্ত আল্লাহর সামনে এগোতে পারবেন না।

 

কিয়ামতের দিন আল্লাহ আমাদের জীবন, সময়, সম্পদ, জ্ঞান এবং আদর্শের পরিপূর্ণ হিসাব নেবেন। এই পাঁচটি প্রশ্নের উত্তর আমাদের পরকালকে নিরাপদ রাখার চাবিকাঠি হতে পারে। তাহলে চলুন, এক নজরে জেনে নিই, কী কী প্রশ্নের সঠিক উত্তর আমাদের সঠিকভাবে প্রস্তুত করতে হবে।

 

জীবন কোথায় নিঃশেষ করেছ?

 

আপনার জীবনের মূল্যবান সময় আপনি কোথায় ব্যয় করেছেন? আপনি কি সময়ের সঠিক ব্যবহার করেছেন, নাকি তা শুধু ব্যর্থতার দিকে গড়িয়ে গেছে? এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করতে হবে, সময়কে সঠিক কাজে লাগাতে হবে।

 

যৌবন কোথায় ব্যয় করেছো?

 

যৌবন হচ্ছে জীবনের শক্তিশালী সময়। এই সময় আপনি কোথায় ব্যয় করেছেন? আপনি কি আপনার শক্তি ও উদ্যোগ আল্লাহর রাস্তায় খরচ করেছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্যে? কিয়ামতের দিন আল্লাহ আমাদের তরুণ বয়সের কাজের হিসাব নিবেন।

 

সম্পদ কোথায় ব্যয় করেছ?

 

আপনি যে সম্পদ উপার্জন করেছেন, তা কোথায় খরচ করেছেন? আপনার উপার্জিত অর্থ কি আল্লাহর পথে ব্যয় করেছেন, নাকি শুধুমাত্র নিজের শখ পূরণের জন্য? কিয়ামতের দিন আপনার সম্পদের ব্যবহারের হিসাব দেয়া হবে।

 

যা জেনেছ, তার কতটা আমল করেছো?

 

আপনি যে জ্ঞান অর্জন করেছেন, তা কতটা আপনি কাজে লাগিয়েছেন? আপনি কি জানার পর তার ভিত্তিতে ভালো কাজ করেছেন, নাকি অজ্ঞতা নিয়ে জীবন পরিচালনা করেছেন? কিয়ামতের দিন আমাদের অর্জিত জ্ঞানের ভিত্তিতে হিসাব হবে।

 

আল্লাহর আদেশ কতটুকু পালন করেছেন?

 

আপনি কি আল্লাহর আদেশ পালন করেছেন? আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ মেনে চলেছেন? কিয়ামতের দিন আমাদের জীবন পদ্ধতির ওপর আল্লাহ আমাদের কর্মফল নির্ধারণ করবেন।

 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তার বান্দার সাথে সরাসরি কথা বলবেন। কোন অনুবাদক বা পর্দা থাকবে না, এবং মানুষ তার আমলনামা হাতে নিয়ে তার সব কাজের হিসাব করবে। আল্লাহ বলেন, "তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা যা কিছু করো আল্লাহ তা জানেন" (সূরা আল-হাদিদ, আয়াত ১৮)।

এছাড়া, মহান আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জীবনের প্রতি মুহূর্তের খবর রাখেন, এবং তাঁর অজ্ঞাতে পৃথিবীর কোনো কিছু ঘটে না। তাঁর কাছে জীবনের সমস্ত কর্মকাণ্ড স্বচ্ছভাবে রেকর্ড করা থাকবে। কিয়ামতের দিন তিনি আমাদের আমলনামা হাতে নিয়ে আমাদের কাছে এর হিসাব চাইবেন।

 

প্রতিটি প্রশ্নের উত্তর আমাদের সৎ, ন্যায়পরায়ণ ও আল্লাহর বিধান মেনে চলার মাধ্যমে প্রস্তুত করতে হবে। কিয়ামতের দিন যখন আল্লাহ আমাদের আমলনামা হাতে নিয়ে আমাদের কাজের হিসাব নেবেন, তখন সঠিক উত্তরই আমাদের পরকাল রক্ষা করবে। তাই, আমাদের উচিত জীবন শুরু করার আগেই এই পাঁচটি প্রশ্নের উত্তর প্রস্তুত করা এবং তার ভিত্তিতে আমাদের কাজের পথ নির্ধারণ করা।

 

লেখক : বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট, হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাহেব। সাবেক ইমাম ও খতিব কদমতলী মাজার জামে মসজিদ সিলেট।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন