শুটিং সেটে প্রতিদিন বুলিংয়ের শিকার অভিনেত্রী!

একটি সিনেমার শুটিং করতে গিয়ে সেটে প্রায় প্রতিদিনই বুলিংয়ের শিকার হতেন বলে অভিযোগ তুলেছেন অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে একটি তেলেগু ছবিতে কাজ করেছিলেন সেখানে তার সহ-অভিনেতা লম্বা হওয়ার কারণে তাকে ক্রমাগত তার উচ্চতার জন্য নানা কটাক্ষ শুনতে হয়েছিল।

বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্বেতা জানান যে তিনি তার মা-বাবার জন্য জিনগতভাবে খুব একটা লম্বা নয়। এতে তার কোনো নিয়ন্ত্রণ নেই।

 

 

তিনি বলেছিলেন, ‘আমি একটি তেলেগু ছবিতে কাজ করছিলাম, প্রতিদিন ওই সেটে ছবির কলাকুশলীরা আমাকে আমার উচ্চতা নিয়ে কটাক্ষ করতেন। কারণ আমার বিপরীতে যে অভিনেতা ছিলেন তিনি বেশ লম্বা ছিলেন। আমার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি আর আমার বিপরীতে থাকা অভিনেতার উচ্চতা ছিল ৫ ফুট ১১ ইঞ্চি বা প্রায় ৬ ফুট বলা চলে।’

অভিনেত্রী আরো বলেন, ‘ওই অভিনেতা প্রতিটি দৃশ্যে গণ্ডগোল করতেন, রিটেক দিতেন, তিনি তেলুগু ভাষা বলতেও পারেন না।

আমিও পারছিলাম না, কিন্তু ম্যানেজ করে নিচ্ছিলাম। আমি মনে করি, আপনি আমাকে এমন কিছু সম্পর্কে বলছেন, যার ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। এটি এমন কিছু, যা জেনেটিক্যালি আমার মধ্যে এসেছে। নিজে নিজে করিনি।

এটাই একমাত্র সেট, যেখানে আমি সত্যিই বুলিংয়ের শিকার হয়েছি, খুব খারাপ লেগেছিল বিষয়টা আমার।’ 

 

শ্বেতা বসু তেলুগু ছবির নাম প্রকাশ না করলেও তার ক্যারিয়ারজুড়ে অনেকটি তেলেগু ছবিতে কাজ করেছেন। ২০০৮ সালে ‘কথা বাঙ্গারু লোকম’ ছবি দিয়ে তেলেগু বিনোদন জগতে পা রেখেছিলেন তিনি। এ ছাড়া ‘রাইড’, ‘কাসকো’, ‘কালাভার কিং’, ‘প্রিয়ুডু’ এবং ‘জিনিয়াস’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন। 

তার অভিনীত সর্বশেষ তেলেগু ছবি ছিল ২০১৬ সালের ছবি ‘বিজেতা’।

তিনি হিন্দি ও তামিল ছবিতেও কাজ করেছেন।

 

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে জিও হটস্টারে স্ট্রিমিং হবে তার আসন্ন হিন্দি সিরিজ ‘ওপস আব কেয়া’।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন