একটা সময় ছিল তার সিনেমা মানেই ২০০ কোটির ক্লাব। বক্স অফিসের খিলাড়ি ছিলেন অক্ষয় কুমার। কিন্তু কয়েক বছর ধরে হিটের মুখ দেখছেন না অভিনেতা, বরং সেই ‘বেলবটম’, ‘রামসেতু’, ‘রক্ষাবন্ধন’ ছবি থেকে ফ্লপের শুরু। মাঝে ‘ও মাই গড ২’ অল্প ব্যবসা করলেও কোটি কোটি টাকা রোজগারে ব্যর্থ অক্ষয়।
সর্বশেষ মুক্তি পাওয়া তার ‘খেল খেল মে’ ছবি সুপারফ্লপ! এমন পরিস্থিতিতে নতুন পরিচয়ে আসছেন অক্ষয়।
সম্প্রতি এই অভিনেতা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, শিবলিঙ্গকে জড়িয়ে বসে রয়েছেন অক্ষয়। ছবি শেয়ার করে অভিনেতা লিখলেন, ওম নম শিবায়, মহাকালের শক্তি আর ভক্তি অনুভব করে নিন।
জানা গেছে, অভিনয়ের পাশাপাশি এবার গায়ক হয়ে আসছেন অক্ষয়। নিজেই প্রকাশ্যে আনছেন গানের ভিডিও। আর খিলাড়ি কুমারের গানের যাত্রা শুরু শিব আরাধনার হাত ধরেই।
তারই প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন অক্ষয়।
তার এই গানের অ্যালবামের নাম ‘মহাকাল চলো’। গানটিতে অক্ষয় ছাড়া আরো কণ্ঠ দিয়েছেন পলাশ সেন, বিক্রম।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন