এবারের চ্যাম্পিয়নস ট্রফি জিতবে ভারত। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন রোহিত শর্মা। আর সর্বোচ্চ উইকেট শিকারি হবেন ইংল্যান্ডের জফরা আর্চার। এমনটাই মত অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইকেল ক্লার্কের।
বিয়ন্ড২৩ ক্রিকেট পডকাস্টে ক্লার্ক বলেন, ‘বেশ, আমি বলব ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে যাচ্ছে। তাদের অধিনায়কের পক্ষেও যাব, মনে করি সে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হবে।’
ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ও অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বেশ বাজে ফর্মের ভেতর দিয়ে গিয়েছিলেন রোহিত। তবে সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজের দ্বিতীয় ম্যাচে ১১৯ রান করেছিলেন রোহিত।
এটাই রোহিতের ওপর বাজি ধরার কারণ ক্লার্কের। ক্লার্ক বলেন, ‘সে রান করছে, বিষয়টা দেখে ভালো লাগল। তাকে ভারতের দরকার।’
চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডকে নিয়ে আশাবাদি না হলেও উইকেটে ক্লার্ক বাজি ধরেছেন ইংল্যান্ডের জফরা আর্চারের ওপর।
তিনি বলেন, ‘আমি আর্চারের কথা বলব। সে সবচেয়ে বেশি উইকেট নিবে। ইংল্যান্ডকে জানি, তারা ভালো করবে বলে মনে হচ্ছে না। কিন্তু আর্চার সুপারস্টার। সে ভালো খেলবে।
’
এর আগে অস্ট্রেলিয়া কিংবদন্তি রিকি পন্টিং ও রবি শাস্ত্রীর মতে, এবারের আসরে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া ও ভারত। সেমিফাইনালিস্ট হিসেবে কেভিন পিটারসেন বেছে নিয়েছেন ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে। শোয়েব আখতার বেছে নিয়েছেন তিনটি—আফগানিস্তান ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ২০১৭ সালের শিরোপাজয়ী অধিনায়ক সরফরাজ খানের চার বাছাই অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন