ভাইরাল পোস্টার, ২৭ ফেব্রুয়ারি আসছে বড় চমক

বলিউড সুপারস্টার সালমান খান তার বহু প্রতীক্ষিত অ্যাকশন ফিল্ম ‘সিকান্দার’ নিয়ে আসছেন। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণ ভারতের নায়িকা রাশমিকা মান্দানা। ছবিটির নতুন পোস্টার প্রকাশ হয়েছে আজ। এটি প্রকাশ্যে আসতেই ইন্টারনেটে ঝড় তুলেছে।

সম্প্রতি সালমান খান তার ইনস্টাগ্রামে নতুন পোস্টারটি শেয়ার করেন। প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসনও তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্টার শেয়ার করেছে। তারা ক্যাপশন দিয়েছে, ‘আপনাদের ধৈর্য আমাদের কাছে অনেক মূল্যবান। ‘সিকান্দার’ নিয়ে আমরা যে ভালোবাসা পেয়েছি তার জবাবে সাজিদ নাদিয়াদওয়ালার জন্মদিনে একটি ছোট্ট উপহার।’

 

তারা আরও জানিয়েছে, ২৭ ফেব্রুয়ারি আরও একটি বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। ধারণা করা হচ্ছে সেদিন হয়তো ছবিটির কোনো গান প্রকাশ হবে।

১৫ ফেব্রুয়ারি সালমান খান তার ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। এই দিনেই তিনি তার ভক্তদের জন্য ‘সিকান্দার’ সিনেমার নতুন পোস্টার শেয়ার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অবশেষে সেই কথা রাখলেন তিনি।

 

আজ ১৮ ফেব্রুয়ারি সিকান্দার সিনেমার নতুন পোস্টার নিয়ে হাজির হয়েছেন। পোস্টারে সালমান খান একটি তলোয়ার হাতে নিয়ে তীক্ষ্ম এক লুক দিয়েছেন। পোস্টারে সবুজ এবং লাল রঙের উপস্থিতি প্রেম ও অ্যাকশনের বার্তাই যেন দিচ্ছে।

ছবিটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। আসছে রোজা ঈদে এটি মুক্তি পাবে। এছাড়া এটি হলে মুক্তির কয়েক সপ্তাহ পর নেটফ্লিক্সেও দেখা যাবে।

 

পোস্টার শেয়ার হওয়ার সাথে সাথে সালমান খানের ভক্তরা উত্তেজনা প্রকাশ করতে শুরু করেছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘ব্লকবাস্টার লোডিং’। আরেকজন বলেন, ‘মিউজিকসহ ড্যাশিং ভাই।’ অনেকেই আবার ঈদে ‘সিকান্দার’ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন