১ যুগ একাই জন্মদিন উদ্‌যাপন করেন গোবিন্দর স্ত্রী

বলিউড তারকা গোবিন্দর দাম্পত্য জীবন ৩৭ বছরের। তবে এখন কি সেই সম্পর্কের হিসেব পাল্টে গেছে! এ অভিনেতার স্ত্রী সুনীতা আহুজার সাম্প্রতিক মন্তব্যে অবশ্য সে রকমই ইঙ্গিত পাওয়া গেছে।

কয়েক মাস আগে গোবিন্দর স্ত্রী সুনীতা এক সাক্ষাৎকারে জানান, তিনি ও গোবিন্দ আলাদা বাড়িতে থাকেন। তবে এবার সুনীতা জানিয়েছেন, বিগত ১ যুগ ধরে জন্মদিন একাই পালন করছেন। একাই কেক কাটেন, সন্ধ্যা হলেই মদ পান শুরু করেন। এর পেছনের কারণও জানিয়েছেন গোবিন্দ পত্নী।

 

সুনীতা বরাবরই স্পষ্টভাষী। স্বামীর কথা কিংবা সন্তানদের কথা- সব কিছুই প্রকাশ্যে বলে দেন। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সুনীতা জানান, মদের প্রতি তার ভালোবাসা রয়েছে। একটি নির্দিষ্ট ধরনের মদ খেতেই পছন্দ করেন। তবে প্রতিদিন যে মদ্যপান করেন, বিষয়টি এমন নয়। কোনো খুশির দিনে অথবা খেলা দেখতে দেখতে নিজে নিজে যেন মদের আসর জমান! এছাড়া প্রতি বোরবার মদ্যপানে বসেন সুনীতা। জন্মদিনেও একা থাকেন। কারণ সুনীতা মনে করে জীবনে তিনি একাই এসেছেন, একাই চলে যেতে হবে।

গোবিন্দর স্ত্রীর সুনীতা আরও বলেন, ‘আমি আমার ছেলে-মেয়েদের জন্মদিন উদযাপন করতে বেশ আনন্দ পাই। আর নিজের জন্মদিনে সকালে পূজা করি। মন্দিরে যাই, কখনো গুরুদ্বারে যাই। একা একা কেক কাটি। এরপর সন্ধ্যা ৮টা বাজলে মদের বোতল খুলে বসি। কারণ জন্ম ও মৃত্যু সবকিছুই তো একা একা হয়। কাউকে কাছে পাওয়া যায় না।’

 

জন্মদিন পালনের এ তথ্য গণমাধ্যমে প্রকাশিত হলে এটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। গোবিন্দ অনুরাগীরা প্রত্যাশা করছেন সব মান-অভিমান ভুলে গিয়ে তারা আবারও এক ছাদের নিচে বসবাস করবেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন