শাযুস প্রিমিয়ার লীগ (SPL) সিজন ৯ এর শুভ উদ্বোধন

এস এম ফজলু,জিবি নিউজ ||
মৌলভীবাজার সদর উপজেলার দুটি ইউনিয়নের ২৪ টি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে আয়োজিত শাযুস প্রিমিয়ার লীগ (SPL) ২০২৫ সিজন ৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

জেলার ঐতিহ্যবাহী সংগঠন শাহ বন্দর যুব সংস্থা এর আয়োজনে মঙ্গলবার বিকেলে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে এবারের আসরের উদ্বোধন করেন আগতো অতিথিরা।

উদ্বোধনী অনুষ্টানে সংগঠনের সভাপতি ও এস পি এল এর সদস্য সচিব মুক্তাদির ইসলাম সুমেলের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক মোবাশ্বির আলী এর যৌথ সঞ্চালনায় অনুষ্টান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন শাযুস প্রধান পৃষ্টপোষক ও এস পি এল আহব্বায়ক খালেদ চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশলয় চক্রবর্তী সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  মৌলভীবাজার,বিশেষ অতিথি বৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা শিক্ষা অফিসার রাশিদা আক্তার,সামাজিক ব্যক্তিত্ব ফয়সল আহমদ চৌধুরী সহ শাযুস পৃষ্টপোষক পরিষদ,কার্যকরী পরিষদ সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আগতো শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

মূলত এই আয়োজনের মাধ্যমে প্রতিভাবান খেলোয়ারদের প্রতিভা বিকাশ ঘটানোর সুযোগ করে দেওয়ার লক্ষেই শাহ বন্দর যুব সংস্থার এই আয়োজন।
তাই আগামীতেও দলের সংখ্যা আরো বাড়িয়ে বড় পরিষরে এই আয়োজন করার আহব্বান করেন অতিথিবৃন্দদের।

এদিকে টুর্ণামেন্ট কে সাজিয়ে তুলতে প্রত্যেকটি বিদ্যালয়ে একেক জন স্পন্সর দেওয়া হয়েছে,লন্ডন, আমেরিকা,কানাডা সহ বিভিন্ন দেশে অবস্থানরতো শাযুসের সাথে সংশ্লীষ্টদের।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন