এসি মিলান না ফেয়েনুর্দ। প্রথম লেগ জেতায় শেষ ষোলোর টিকিট কাটার লড়াইয়ে আপাতত এগিয়ে ডাচ জায়ান্টরা। তবে ফিরতি ম্যাচটা সান সিরোয় বলে আশায় বুক বাঁধতে পারে মিলান সমর্থকরাও। নিজ মাঠে অন্তত ১-০ গোলে জিততে পারলেও তো লড়াইটা তারা নিয়ে যেতে পারবে অতিরিক্ত সময়ে।
এরপর ভাগ্য সহায় থাকলে মিলেও যেতে পারে অঙ্ক। সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান কি পারবে এই সমীকরণ মিলিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিতে?
বায়ার্ন মিউনিখের সামনে অঙ্কটা একদম সরল। অ্যালেয়াঞ্জ অ্যারেনায় স্কটিশ প্রতিপক্ষ সেল্টিকের সঙ্গে ড্র করলেও তারা পৌঁছে যাবে শেষ ষোলোয়। প্রথম লেগে ২-১ ব্যবধানে জিতে এগিয়ে থাকার পাশাপাশি তাদের জন্য স্বস্তির খবর নিজ মাঠের গৌরবান্বিত সোনালিও অতীতও।
অ্যালেয়াঞ্জ অ্যারেনায় ২০২১ সালের পর চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচ হারেনি বায়ার্ন। রূপকথার এই ভ্রমণে রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটির মতো প্রতিপক্ষের সঙ্গে খেলেও তারা ২০ ম্যাচ অপারিজত। সেল্টিকের বিপক্ষেও অজেয় থাকার অভিন্ন লক্ষ্য নিয়ে মাঠে নামবে ভিনসেন্ট কম্পানির দল।
প্লে-অফের ম্যাচে নিজ মাঠে বেনফিকা আতিথ্য দেবে মোনাকোকে।
প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল বেনফিকা। ওদিকে ২-১ গোলে জেতার স্বস্তি নিয়ে আতালান্তার মাঠে খেলবে ক্লাব ব্রুজ। এএফপি
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন