১০ বছর পর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় জিম্বাবুয়ের

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। বেন কারেনের হার না মানা সেঞ্চুরিতে আইরিশদের উড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। ওয়ানডেতে ১০ বছর পর আইরিশদের বিপক্ষে এটি জিম্বাবুয়ের প্রথম সিরিজ জয়।

সব মিলিয়ে ২০২৩ সালের মার্চের পর এই প্রথম কোনো ওয়ানডে সিরিজ জিতলো জিম্বাবুয়ে। আর আইসিসির পূর্ণ সদস্যের বিপক্ষে ২০২২ সালের আগস্টের পর প্রথম।

 

বুধবার হারারেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৪০ রান করে আয়ারল্যান্ড। জবাবে ৯ উইকেট আর ৬৩ বল হাতে জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

আয়ারল্যান্ডের হয়ে ৯৯ বলে ৬৪ রান করেন ওপেনার অ্যান্ডি বালবির্নি। এছাড়া লরকান টাকার ৫৪ বলে ৬১, হ্যারি টেক্টর ৮৪ বলে ৫১, মার্ক অ্যাডায়ার ২৩ বলে অপরাজিত ২৬ রান করেন। জিম্বাবুয়ের হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন রিচার্ড এনগারাবা ও ত্রিভর ওয়ান্দু।

 

জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতেই ১২৪ রান তোলেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রিয়ান বেনেট ও বেন কারেন। দুর্ভাগ্যবশত ব্যক্তিগত ৪৮ রানের মাথায় আইরিশ পেসার গ্রাহাম হোমির বলে এলবিডব্লিউ হন বেনেট।

 

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকাতে ভুল করেননি কারেন। ১৩০ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন তিনি। শুরু থেকেই মারমুখী এই ব্যাটার হাঁকান ১৪টি বাউন্ডারি। তার সঙ্গে ৫৯ বলে ৬৯ রানে অপরাজিত থেকে দল জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক ক্রেইগ ইরভাইন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন